- তবে কি বলিব? ব্যবস্থা কি পাপ? তাহা দূরে থাকুক; বরং পাপ কি, তাহা আমি জানিতাম না, কেবল ব্যবস্থা দ্বারা জানিয়াছি; কেননা ‘‘লোভ করিও না,” এই কথা যদি ব্যবস্থা না বলিত, তবে লোভ কি, তাহা জানিতাম না।
আজকের জন্য বাইবেল পদ
জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ,তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য-হৃদয়।