যদি তোমরা আমার বিধিপথে চল, আমার আজ্ঞা সকল মান, ও সেই সমস্ত পালন কর, তবে আমি যথাকালে তোমাদিগকে বৃষ্টি দান করিব; তাহাতে ভূমি শস্য উৎপন্ন করিবে ও ক্ষেত্রের বৃক্ষ সকল স্ব স্ব ফল দিবে।

আজকের জন্য বাইবেল পদ
যে শাসন ভালবাসে, সে জ্ঞান ভালবাসে;কিন্তু যে অনুযোগ ঘৃণা করে, সে পশুবৎ!