বৎস, আমার বাক্যে অবধান কর,
আমার কথায় কর্ণপাত কর।
তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হউক,
তোমার হৃদয়মধ্যে তাহা রাখ।
আমার কথায় কর্ণপাত কর।
তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হউক,
তোমার হৃদয়মধ্যে তাহা রাখ।

আজকের জন্য বাইবেল পদ
ধার্মিকতা জাতিকে উন্নত করে,কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।