তোমরা বাক্য সঙ্গে লইয়া সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস; তাঁহাকে বল, সমুদয় অপরাধ হরণ কর; যাহা উত্তম, তাহা গ্রহণ কর; তাহাতে আমরা আপন আপন ওষ্ঠাধর বৃষরূপে দিয়া বলিদান করিব।

আজকের জন্য বাইবেল পদ
আর আমি প্রশস্ত স্থানে যাতায়াত করিব,কেননা আমি তোমার নিদেশ সকলের অন্বেষণ করিয়াছি।





