- তোমরা বাক্য সঙ্গে লইয়া সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস; তাঁহাকে বল, সমুদয় অপরাধ হরণ কর; যাহা উত্তম, তাহা গ্রহণ কর; তাহাতে আমরা আপন আপন ওষ্ঠাধর বৃষরূপে দিয়া বলিদান করিব।
- জ্ঞানবান কে? সে এই সকল বুঝিবে;
বুদ্ধিমান কে? সে এই সকল জ্ঞাত হইবে;
কেননা সদাপ্রভুর পথ সকল সরল
এবং ধার্মিকগণ সেই সকল পথে চলে,
কিন্তু অধর্মাচারিগণ সেই সব পথে উছোট খায়।
আজকের জন্য বাইবেল পদ
যীশু তাঁহাকে কহিলেন, আমিই পুনরুত্থান ও জীবন; যে আমাতে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে; আর যে কেহ জীবিত আছে, এবং আমাতে বিশ্বাস করে, সে কখনও মরিবে না; ইহা কি বিশ্বাস কর?র্যানড্ম বাইবেল পদ
সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়,তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।পরবর্তী পদ !ছবি সহ






