DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

হোশেয় ১৪

  • তোমরা বাক্য সঙ্গে লইয়া সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস; তাঁহাকে বল, সমুদয় অপরাধ হরণ কর; যাহা উত্তম, তাহা গ্রহণ কর; তাহাতে আমরা আপন আপন ওষ্ঠাধর বৃষরূপে দিয়া বলিদান করিব।
  • জ্ঞানবান কে? সে এই সকল বুঝিবে;
    বুদ্ধিমান কে? সে এই সকল জ্ঞাত হইবে;
    কেননা সদাপ্রভুর পথ সকল সরল
    এবং ধার্মিকগণ সেই সকল পথে চলে,
    কিন্তু অধর্মাচারিগণ সেই সব পথে উছোট খায়।