
আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোন শাখায় ফল না ধরে, তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন; এবং যে কোন শাখায় ফল ধরে, তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে।
আজকের জন্য বাইবেল পদ
ধার্মিকতা জাতিকে উন্নত করে,কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।