DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (সেপ্টেম্বর 2023)

শনিবার, 30 সেপ্টেম্বর, 2023

গীত ১১৯:১৬৫যাহারা তোমার ব্যবস্থা ভালবাসে, তাহাদের পরম শান্তি,
তাহাদের উছোট লাগে না।

শুক্রবার, 29 সেপ্টেম্বর, 2023

১ যোহন ২:২৮আর এখন, হে বৎসেরা, তাঁহাতে থাক, যেন তিনি যখন প্রকাশিত হন, তখন আমরা সাহসযুক্ত হই, তাঁহার আগমনে তাঁহা হইতে লজ্জিত না হই।

বৃহষ্পতিবার, 28 সেপ্টেম্বর, 2023

যাকোব ৪:১০প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন।

বুধবার, 27 সেপ্টেম্বর, 2023

হিতোপ ৪:২৫তোমার চক্ষু সরল দৃষ্টি করুক,
তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক।

মঙ্গলবার, 26 সেপ্টেম্বর, 2023

গালাতীয় ৬:৮ফলতঃ আপন মাংসের উদ্দেশে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে; কিন্তু আত্মার উদ্দেশে যে বুনে, সে আত্মা হইতে অনন্ত-জীবনরূপ শস্য পাইবে।

সোমবার, 25 সেপ্টেম্বর, 2023

যোহন ১৫:১-২আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোন শাখায় ফল না ধরে, তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন; এবং যে কোন শাখায় ফল ধরে, তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে।

রবিবার, 24 সেপ্টেম্বর, 2023

গীত ১১৯:১ধন্য তাহারা, যাহারা আচরণে সিদ্ধ,
যাহারা সদাপ্রভুর ব্যবস্থা-পথে চলে।

শনিবার, 23 সেপ্টেম্বর, 2023

১ করিন্থীয় ১:২৮-২৯এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন, যাহা যাহা আছে, সেই সকল অকিঞ্চন করেন; যেন কোন মনুষ্য ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে।

শুক্রবার, 22 সেপ্টেম্বর, 2023

১ তীমথিয় ৬:৭-৮কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না; কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব।

বৃহষ্পতিবার, 21 সেপ্টেম্বর, 2023

হিতোপ ১৯:১৬যে আজ্ঞা পালন করে, সে আপন প্রাণ রক্ষা করে;
যে তাহার আপন পথ উপেক্ষা করে, সে বিনষ্ট হইবে।

বুধবার, 20 সেপ্টেম্বর, 2023

ইফিষীয় ২:১০কারণ আমরা তাঁহারই রচনা, খ্রীষ্ট যীশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট; সেইগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি।

মঙ্গলবার, 19 সেপ্টেম্বর, 2023

রোমীয় ১:১৬কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি; কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি; প্রথমতঃ যিহূদীর পক্ষে, আর গ্রীকেরও পক্ষে।

সোমবার, 18 সেপ্টেম্বর, 2023

গীত ১০৮:৩সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব,
আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।

রবিবার, 17 সেপ্টেম্বর, 2023

লেবীয় পুস্তক ২০:২৬আর তোমরা আমার উদ্দেশে পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু পবিত্র, এবং আমি তোমাদিগকে জাতিগণ হইতে পৃথক করিয়াছি, যেন তোমরা আমারই হও।

শনিবার, 16 সেপ্টেম্বর, 2023

রোমীয় ১:১১-১২কেননা আমি তোমাদিগকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন তোমাদিগকে এমন কোন আত্মিক বর প্রদান করি, যাহাতে তোমরা স্থিরীকৃত হও; অর্থাৎ যাহাতে তোমাদের ও আমার, উভয় পক্ষের, আন্তরিক বিশ্বাস দ্বারা তোমাদিগেতে আমি নিজেও সঙ্গে সঙ্গে আশ্বাস পাই।

শুক্রবার, 15 সেপ্টেম্বর, 2023

হিতোপ ৩:৫-৬তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর;
তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;
তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার কর;
তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন।

বৃহষ্পতিবার, 14 সেপ্টেম্বর, 2023

যাকোব ১:৯-১০অবনত ভ্রাতা, আপন উন্নতির শ্লাঘা করুক; আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক, কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে।

বুধবার, 13 সেপ্টেম্বর, 2023

১ করিন্থীয় ৮:৬তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁহা হইতে সকলই হইয়াছে, ও আমরা যাঁহারই জন্য; এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রীষ্ট, যাঁহার দ্বারা সকলই হইয়াছে, এবং আমরা যাঁহারই দ্বারা বিদ্যমান আছি।

মঙ্গলবার, 12 সেপ্টেম্বর, 2023

গীত ১১৯:১৪আমি তোমার সাক্ষ্য-পথে আমোদ করিয়াছি,
যেমন ধনসমূহে লোকে আমোদ করে।

সোমবার, 11 সেপ্টেম্বর, 2023

যোহন ১:৩সকলই তাঁহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে, তাহার কিছুই তাঁহা ব্যতিরেকে হয় নাই।

রবিবার, 10 সেপ্টেম্বর, 2023

রোমীয় ৮:১৬আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে, আমরা ঈশ্বরের সন্তান।

শনিবার, 9 সেপ্টেম্বর, 2023

হিতোপ ২৫:২৮যে আপন আত্মা দমন না করে,
সে এমন নগরের তুল্য, যাহা ভাঙ্গিয়া গিয়াছে, যাহার প্রাচীর নাই।

শুক্রবার, 8 সেপ্টেম্বর, 2023

ইফিষীয় ৫:১৫-১৬অতএব তোমরা ভাল করিয়া দেখ, কিরূপে চলিতেছ; অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চল। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ।

বৃহষ্পতিবার, 7 সেপ্টেম্বর, 2023

ইব্রীয় ১০:৩৬কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও।

বুধবার, 6 সেপ্টেম্বর, 2023

গীত ১৬:২আমি সদাপ্রভুকে বলিয়াছি তুমিই আমার প্রভু;
তুমি ব্যতীত আমার মঙ্গল নাই।

মঙ্গলবার, 5 সেপ্টেম্বর, 2023

২ তীমথিয় ২:২২কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন কর; এবং যাহারা শুচি হৃদয়ে প্রভুকে ডাকে, তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন কর।

সোমবার, 4 সেপ্টেম্বর, 2023

১ করিন্থীয় ১৫:৫৬মৃত্যুর হুল পাপ, ও পাপের বল ব্যবস্থা।

রবিবার, 3 সেপ্টেম্বর, 2023

হিতোপ ১১:২৫দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়,
জল-সেচনকারী আপনিও জলে সিক্ত হয়।

শনিবার, 2 সেপ্টেম্বর, 2023

মথি ১৭:৫তিনি কথা কহিতেছেন, এমন সময়ে দেখ, একখানি উজ্জ্বল মেঘ তাঁহাদিগকে ছায়া করিল, আর দেখ, সেই মেঘ হইতে এই বাণী হইল,
‘ইনিই আমার প্রিয় পুত্র,
ইহাঁতেই আমি প্রীত, ইহাঁর কথা শুন’।

শুক্রবার, 1 সেপ্টেম্বর, 2023

মথি ৫:১১ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে, এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে।

আজকের জন্য বাইবেল পদ

কিন্তু বিচার জলবৎ প্রবাহিত হউক, ধার্মিকতা চিরপ্রবহমান স্রোতের ন্যায় বহুক।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

আমি তোমাকে বুদ্ধি দিব, ও তোমার গন্তব্য পথ দেখাইব,
তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন