- হে সদাপ্রভু, আমি গভীর জলে থাকিয়া তোমাকে ডাকিয়াছি।
হে প্রভু, আমার রব শুন,
তোমার কর্ণ আমার বিনতির রবে অবধান করুক। - আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি;
আমার প্রাণ অপেক্ষা করিতেছে;
আমি তাঁহার বাক্যে প্রত্যাশা করিতেছি।
আজকের জন্য বাইবেল পদ
অদ্য সদাপ্রভুর কৃত দিন;আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব।






