- হে সদাপ্রভু, আমি গভীর জলে থাকিয়া তোমাকে ডাকিয়াছি।
হে প্রভু, আমার রব শুন,
তোমার কর্ণ আমার বিনতির রবে অবধান করুক। - আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি;
আমার প্রাণ অপেক্ষা করিতেছে;
আমি তাঁহার বাক্যে প্রত্যাশা করিতেছি।
আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ;ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়।
র্যানড্ম বাইবেল পদ
হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস কর,তোমাদের অন্তঃকরণ সবল হউক।পরবর্তী পদ !ছবি সহ