- আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে,
সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে। - তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে,
আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ।
আজকের জন্য বাইবেল পদ
তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন,তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন।