- আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে,
সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে। - তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে,
আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ।
আজকের জন্য বাইবেল পদ
ধার্মিকতা জাতিকে উন্নত করে,কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।
র্যানড্ম বাইবেল পদ
সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন;তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন।
সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন,
এখন অবধি চিরকাল পর্যন্ত।পরবর্তী পদ !ছবি সহ