- কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান,
এবং যাহারা তোমাকে ডাকে,
তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। - হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দেও,
আমি তোমার সত্যে চলিব;
তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর।
আজকের জন্য বাইবেল পদ
হে সদাপ্রভু! মম বল!আমি তোমাতে অনুরক্ত।
সদাপ্রভু মম শৈল, মম দুর্গ,
ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর,
মম দৃঢ় শৈল, আমি তাঁহার শরণাগত;
মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চদুর্গ।






