- কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান,
এবং যাহারা তোমাকে ডাকে,
তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। - হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দেও,
আমি তোমার সত্যে চলিব;
তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর।
আজকের জন্য বাইবেল পদ
আর পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুল।র্যানড্ম বাইবেল পদ
দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক;তুমি ইহাদের তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখ,
তোমার হৃদয়-ফলকে লিখিয়া রাখ।
তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে,
ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে।পরবর্তী পদ !ছবি সহ