- সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সঙ্কটের দিনে তিনি দুর্গ; আর যাহারা তাঁহার শরণ লয়, তিনি তাহাদিগকে জানেন।
- সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান, এবং তিনি অবশ্য পাপের দণ্ড দেন; ঘূর্ণবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ, মেঘ তাঁহার পদধূলি।
আজকের জন্য বাইবেল পদ
তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন,তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন।