DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

হবক্‌

  • যদিও ডুমুরবৃক্ষ পুষিপত হইবে না,
    দ্রাক্ষালতায় ফল ধরিবে না,
    জলপাইবৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে,
    ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উপন্ন হইবে না,
    খোঁয়াড় হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে,
    গোষ্ঠে গরু থাকিবে না;
    তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব,
    আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব।
  • প্রভু সদাপ্রভুই আমার বল,
    তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন,
    তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন।
  • দেখ, তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে।

আজকের জন্য বাইবেল পদ

হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর;
আমি সযত্নে তোমার অন্বেষণ করিব;
আমার প্রাণ তোমার জন্য পিপাসু,
আমার মাংস তোমার জন্য লালায়িত,
শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে।

র‌্যানড্ম বাইবেল পদ

আর খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক; তোমরা ত তাহারই নিমিত্ত এক দেহে আহূত হইয়াছ; আর কৃতজ্ঞ হও।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন