DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

হবক্‌ ৩

  • যদিও ডুমুরবৃক্ষ পুষিপত হইবে না,
    দ্রাক্ষালতায় ফল ধরিবে না,
    জলপাইবৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে,
    ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উপন্ন হইবে না,
    খোঁয়াড় হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে,
    গোষ্ঠে গরু থাকিবে না;
    তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব,
    আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব।
  • প্রভু সদাপ্রভুই আমার বল,
    তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন,
    তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন।

আজকের জন্য বাইবেল পদ

সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, দাস নিজ প্রভু হইতে বড় নয়, ও প্রেরিত নিজ প্রেরণকর্তা হইতে বড় নয়।

র‌্যানড্ম বাইবেল পদ

কিন্তু তুমি যখন প্রার্থনা কর, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা, যিনি গোপনে বর্তমান, তাঁহার নিকটে প্রার্থনা করিও; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন