যীশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া যর্দন হইতে ফিরিয়া আসিলেন, এবং চল্লিশ দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তরের মধ্যে চালিত হইলেন, আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন। সেই সকল দিন তিনি কিছুই আহার করেন নাই; পরে সেই সকল দিন শেষ হইলে ক্ষুধিত হইলেন।

আজকের জন্য বাইবেল পদ
আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে,সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে।





