- বায়ুর গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জান না, তেমনি সর্বসাধক ঈশ্বরের কার্যও তুমি জান না।
- অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর কর, শরীর হইতে দুঃখ অপসারণ কর, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার।
আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ;ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়।