- কিন্তু, হে সদাপ্রভু, তুমিই আমার বেষ্টনকারী ঢাল,
আমার গৌরব, ও আমার মস্তক উত্তোলনকারী। - পরিত্রাণ সদাপ্রভুরই কাছে;
তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক। সেলা
আজকের জন্য বাইবেল পদ
কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন,একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে;
আর তাঁহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে,
এবং তাঁহার নাম হইবে- ‘আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ’।






