- এইরূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাঁহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্র ভাবে প্রার্থনা হইতেছিল।
- তুমি হৃদয়মধ্যে আপন ভ্রাতাকে ঘৃণা করিও না; তুমি অবশ্য আপন স্বজাতীয়কে অনুযোগ করিবে, তাহাতে তাহার জন্য পাপ বহন করিবে না। তুমি আপন জাতির সন্তানদের উপরে প্রতিহিংসা কি দ্বেষ করিও না, বরং আপন প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে; আমি সদাপ্রভু।
আজকের জন্য বাইবেল পদ
অদ্য সদাপ্রভুর কৃত দিন;আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব।
র্যানড্ম বাইবেল পদ
বৎস, তুমি আপন পিতার আজ্ঞা পালন কর,তোমার মাতার শিক্ষা ত্যাগ করিও না।পরবর্তী পদ !ছবি সহ






