- যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয়,
তাহার প্রার্থনাও ঘৃণাস্পদ। - যে আপন অধর্ম সকল ঢাকে, সে কৃতকার্য হইবে না;
কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে, সে করুণা পাইবে।
আজকের জন্য বাইবেল পদ
ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে,তাহাদের আর্তনাদের প্রতি তাঁহার কর্ণ আছে।