- হীনবুদ্ধি আপনার সমস্ত ক্রোধ প্রকাশ করে,
কিন্তু জ্ঞানী তাহা সম্বরণ করিয়া প্রশমিত করে। - মনুষ্যের অহঙ্কার তাহাকে নিচে নামাইবে,
কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে। - লোক-ভয় ফাঁদজনক;
কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে উচ্চ স্থানে স্থাপিত হইবে।
আজকের জন্য বাইবেল পদ
দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে,যাহারা তাঁহাকে ভয় করে,
যাহারা তাঁহার দয়ার প্রতীক্ষা করে।






