তদ্রূপ, হে স্বামিগণ, স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস কর, তাহাদিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিণী জানিয়া সমাদর কর; যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়।

আজকের জন্য বাইবেল পদ
ঈশ্বরের প্রত্যেক বাক্য পরীক্ষাসিদ্ধ;তিনি আপনার শরণাপন্ন লোকদের ঢালস্বরূপ।