মঙ্গলবার, 28 এপ্রিল, 2015
আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ;আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান।
সোমবার, 27 এপ্রিল, 2015
আর যে বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল, তাহারা একচিত্ত ও একপ্রাণ ছিল। তাহাদের একজনও আপন সমপত্তির মধ্যে কিছুই নিজের বলিত না; কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত।রবিবার, 26 এপ্রিল, 2015
শনিবার, 25 এপ্রিল, 2015
আমি নিজ মুখে তাঁহাকে ডাকিলাম,তাঁহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল।
শুক্রবার, 24 এপ্রিল, 2015
কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করিও না; কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে, তাহা কিছু নয়; যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন।বৃহষ্পতিবার, 23 এপ্রিল, 2015
কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার এক জাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।মঙ্গলবার, 21 এপ্রিল, 2015
কেননা তোমরা সকলে, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস দ্বারা, ঈশ্বরের পুত্র হইয়াছ; কারণ তোমরা যত লোক খ্রীষ্টের উদ্দেশে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রীষ্টকে পরিধান করিয়াছ।সোমবার, 20 এপ্রিল, 2015
পাঁচটি চড়াই পাখী কি দুই পয়সায় বিক্রয় হয় না? আর তাহাদের মধ্যে একটিও ঈশ্বরের দৃষ্টিগোচরে গুপ্ত নয়। এমন কি, তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখী হইতে শ্রেষ্ঠ।রবিবার, 19 এপ্রিল, 2015
আমি সদাপ্রভুকে বলিয়াছি তুমিই আমার প্রভু;তুমি ব্যতীত আমার মঙ্গল নাই।
শনিবার, 18 এপ্রিল, 2015
বৃহষ্পতিবার, 16 এপ্রিল, 2015
মানুষের সকল পথই নিজের দৃষ্টিতে সরল,কিন্তু সদাপ্রভু হৃদয় সকল তৌল করেন।
বুধবার, 15 এপ্রিল, 2015
মঙ্গলবার, 14 এপ্রিল, 2015
তবে ‘‘যে শ্লাঘা করে, সে প্রভুতেই শ্লাঘা করুক;” কেননা আপনার প্রশংসা যে করে, সে নয়, কিন্তু প্রভু যাহার প্রশংসা করেন, সেই পরীক্ষাসিদ্ধ।সোমবার, 13 এপ্রিল, 2015
সদাপ্রভুর নিকটে নীরব হও, তাঁহার অপেক্ষায় থাক;যে আপন পথে কৃতকার্য হয়,
তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসঙ্কল্প করে,
তাহার বিষয়ে রুষ্ট হইও না।
রবিবার, 12 এপ্রিল, 2015
তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না; কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে।শনিবার, 11 এপ্রিল, 2015
অতএব, হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়, কেননা তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়।শুক্রবার, 10 এপ্রিল, 2015
তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে,তাহা অমায়িকদিগকে বুদ্ধিমান করে।
বৃহষ্পতিবার, 9 এপ্রিল, 2015
প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন- যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে- কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এই তাঁহার বাসনা।বুধবার, 8 এপ্রিল, 2015
মঙ্গলবার, 7 এপ্রিল, 2015
সোমবার, 6 এপ্রিল, 2015
রবিবার, 5 এপ্রিল, 2015
গালীলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন, তাহা স্মরণ কর; তিনি ত বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইতে হইবে, ক্রুশারোপিত হইতে এবং তৃতীয় দিবসে উঠিতে হইবে।শনিবার, 4 এপ্রিল, 2015
শুক্রবার, 3 এপ্রিল, 2015
বৃহষ্পতিবার, 2 এপ্রিল, 2015
ঈশ্বরে আমি তাঁহার বাক্যের প্রশংসা করিব;আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না;
মাংসপিণ্ড আমার কি করিতে পারে?
বুধবার, 1 এপ্রিল, 2015
আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ;ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়।