- সদাপ্রভু, আমি তোমারই শরণ লইয়াছি;
আমাকে কখনও লজ্জিত হইতে দিও না;
তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা কর। - কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ;
অতএব তোমার নামের অনুরোধে
আমাকে পথ দেখাইয়া গমন করাও। - আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে;
আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারিগণ হইতে,
আমাকে উদ্ধার কর। - তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর,
তোমার দয়াতে আমাকে পরিত্রাণ কর। - আহা! তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ,
যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ,
যাহা মনুষ্য-সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ। - হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস কর,
তোমাদের অন্তঃকরণ সবল হউক।
আজকের জন্য বাইবেল পদ
হে সদাপ্রভু! মম বল!আমি তোমাতে অনুরক্ত।
সদাপ্রভু মম শৈল, মম দুর্গ,
ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর,
মম দৃঢ় শৈল, আমি তাঁহার শরণাগত;
মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চদুর্গ।






