- হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর;
তোমার করুণার বাহুল্য অনুসারে
আমার অধর্ম সকল মার্জনা কর।
আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত কর,
আমার পাপ হইতে আমাকে শুচি কর। - হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি কর,
আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দেও। - ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা;
হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না।
আজকের জন্য বাইবেল পদ
দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে,যাহারা তাঁহাকে ভয় করে,
যাহারা তাঁহার দয়ার প্রতীক্ষা করে।
র্যানড্ম বাইবেল পদ
যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান;কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে।পরবর্তী পদ !ছবি সহ






