DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

গীত ৫১

  • হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর;
    তোমার করুণার বাহুল্য অনুসারে
    আমার অধর্ম সকল মার্জনা কর।
    আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত কর,
    আমার পাপ হইতে আমাকে শুচি কর।
  • হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি কর,
    আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দেও।
  • ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা;
    হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না।

আজকের জন্য বাইবেল পদ

যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য সকল পালন করিবে; আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব।

র‌্যানড্ম বাইবেল পদ

তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন, সেই সমস্ত পথে চলিবে; যেন তোমরা বাঁচিতে পার ও তোমাদের মঙ্গল হয়, এবং যে দেশ তোমরা অধিকার করিবে, তথায় তোমাদের দীর্ঘ পরমায়ু হয়।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন