DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

গীত ৫১

  • হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর;
    তোমার করুণার বাহুল্য অনুসারে
    আমার অধর্ম সকল মার্জনা কর।
    আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত কর,
    আমার পাপ হইতে আমাকে শুচি কর।
  • হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি কর,
    আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দেও।
  • ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা;
    হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না।

আজকের জন্য বাইবেল পদ

ঈশ্বর আপন দাসকে উৎপন্ন করিয়া প্রথমে তোমাদেরই নিকটে তাঁহাকে প্রেরণ করিলেন, যেন তিনি তোমাদের অধর্ম সকল হইতে তোমাদের প্রত্যেক জনকে ফিরাইয়া তদ্দ্বারা তোমাদিগকে আশীর্বাদ করেন।

র‌্যানড্ম বাইবেল পদ

কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়্‌গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন