DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

গীত ৬৩

  • হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর;
    আমি সযত্নে তোমার অন্বেষণ করিব;
    আমার প্রাণ তোমার জন্য পিপাসু,
    আমার মাংস তোমার জন্য লালায়িত,
    শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে।
  • কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম;
    আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে।
    এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব,
    আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।

আজকের জন্য বাইবেল পদ

যীশু তাঁহাকে কহিলেন, আমিই পুনরুত্থান ও জীবন; যে আমাতে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে; আর যে কেহ জীবিত আছে, এবং আমাতে বিশ্বাস করে, সে কখনও মরিবে না; ইহা কি বিশ্বাস কর?

র‌্যানড্ম বাইবেল পদ

কিন্তু তোমরা গিয়া শিক্ষা কর, এই বচনের মর্ম কি, ‘‘আমি দয়াই চাই, বলিদান নয়”; কেননা আমি ধার্মিকদিগকে নয়, কিন্তু পাপীদিগকে ডাকিতে আসিয়াছি।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন