তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখ, প্রভুর এক দূত স্বপ্নে তাঁহাকে দর্শন দিয়া কহিলেন, যোষেফ, দায়ূদ-সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাঁহার গর্ভে যাহা জন্মিয়াছে, তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে।
আজকের জন্য বাইবেল পদ
কেননা তোমার দয়া আকাশমণ্ডল পর্যন্ত মহৎ,তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত।