- আমি সঙ্কটের মধ্য হইতে সদাপ্রভুকে ডাকিলাম;
সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন। - সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না;
মনুষ্য আমার কি করিতে পারে? - মনুষ্যে নির্ভর করণাপেক্ষা
সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। - অদ্য সদাপ্রভুর কৃত দিন;
আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। - আহা! সদাপ্রভু, বিনয় করি, পরিত্রাণ কর;
আহা! সদাপ্রভু, বিনয় করি, সৌভাগ্য দেও।
ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন;
আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি।