- বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা কহে না;
কিন্তু মিথ্যাসাক্ষী অসত্য কথা কহে। - একটি পথ আছে, যাহা মানুষের দৃষ্টিতে সরল;
কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। - সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়,
কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে। - যে ক্রোধে ধীর, সে বড় বুদ্ধিমান;
কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে। - ধার্মিকতা জাতিকে উন্নত করে,
কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।
আজকের জন্য বাইবেল পদ
কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ,আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন;
আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্তিল,
এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল।
র্যানড্ম বাইবেল পদ
তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে,আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে।পরবর্তী পদ !ছবি সহ