- কোমল উত্তর ক্রোধ নিবারণ করে,
কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে। - স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ;
কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়। - অজ্ঞান আপন পিতার শাসন অগ্রাহ্য করে;
কিন্তু যে অনুযোগ মানে, সেই সতর্ক হয়। - সদাপ্রভুর ভয়ের সহিত অল্পও ভাল,
তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভাল নয়। - মন্ত্রণার অভাবে সঙ্কল্প সকল ব্যর্থ হয়;
কিন্তু মন্ত্রিবাহুল্যে সেই সকল সুস্থির হয়। - মানুষ আপন মুখের উত্তরে আনন্দ পায়;
আর যথাকালে কথিত বাক্য কেমন উত্তম। - সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শাসন,
আর সম্মানের অগ্রে নম্রতা থাকে।
আজকের জন্য বাইবেল পদ
যে ক্রোধে ধীর, সে বীর হইতেও উত্তম,নিজ আত্মার শাসনকারী নগর-জয়কারী হইতেও শ্রেষ্ঠ।