DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (মার্চ 2024)

রবিবার, 31 মার্চ, 2024

যোহন ২০:৮-৯পরে সেই অন্য শিষ্য, যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন, তিনিও ভিতরে প্রবেশ করিলেন, এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন। কারণ এ পর্যন্ত তাঁহারা শাস্ত্রের এই কথা বুঝেন নাই যে, মৃতগণের মধ্য হইতে তাঁহাকে উঠিতে হইবে।

শনিবার, 30 মার্চ, 2024

মথি ৫:৪ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে।

শুক্রবার, 29 মার্চ, 2024

২ করিন্থীয় ১:৫কেননা খ্রীষ্টের দুঃখভোগ যেমন আমাদের প্রতি উপচিয়া পড়ে, তেমনি খ্রীষ্ট দ্বারা আমাদের সান্ত্বনাও উপচিয়া পড়ে।

বৃহষ্পতিবার, 28 মার্চ, 2024

লূক ২২:২০আর সেইরূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়।

বুধবার, 27 মার্চ, 2024

যোহন ১৬:২৮আমি পিতা হইতে বাহির হইয়াছি, এবং জগতে আসিয়াছি; আবার জগৎ পরিত্যাগ করিতেছি, এবং পিতার নিকটে যাইতেছি।

মঙ্গলবার, 26 মার্চ, 2024

১ করিন্থীয় ১৫:২২কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রীষ্টেই সকলে জীবনপ্রাপ্ত হইবে।

সোমবার, 25 মার্চ, 2024

গীত ২৮:৭সদাপ্রভু আমার বল ও আমার ঢাল;
আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে,
তাই আমি সাহায্য পাইয়াছি;
এই জন্য আমার অন্তঃকরণ উল্লসিত হইয়াছে,
আমি নিজ গীত দ্বারা তাঁহার প্রশংসা করিব।

রবিবার, 24 মার্চ, 2024

সখরিয় ৯:৯হে সিয়োন-কন্যা অতিশয় উল্লাস কর;
হে যিরূশালেম-কন্যা, জয়ধ্বনি কর।
দেখ, তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন;
তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত,
তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট।

শনিবার, 23 মার্চ, 2024

দ্বিতীয় বিবরণ ৩১:৮আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন; তিনিই তোমার সহবর্তী থাকিবেন; তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না; ভয় করিও না, নিরাশ হইও না।

শুক্রবার, 22 মার্চ, 2024

নহূম ১:৭সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সঙ্কটের দিনে তিনি দুর্গ; আর যাহারা তাঁহার শরণ লয়, তিনি তাহাদিগকে জানেন।

বৃহষ্পতিবার, 21 মার্চ, 2024

রোমীয় ১৪:১৩অতএব, আইস, আমরা পরস্পর কেহ কাহারও বিচার আর না করি, বরং তোমরা এই বিচার কর যে, ভ্রাতার ব্যাঘাতজনক কি বিঘ্নজনক কিছু রাখা অকর্তব্য।

বুধবার, 20 মার্চ, 2024

যোহন ১:১২কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন।

মঙ্গলবার, 19 মার্চ, 2024

গীত ৩২:১ধন্য সেই, যাহার অধর্ম ক্ষমা হইয়াছে,
যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে।

সোমবার, 18 মার্চ, 2024

কলসীয় ৩:১৩পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা কর; প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি কর।

রবিবার, 17 মার্চ, 2024

যোহন ১৫:১৩কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই।

শনিবার, 16 মার্চ, 2024

যিশাইয় ২৬:৩যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে, শান্তিতেই রাখিবে,
কেননা তোমাতেই তাহার নির্ভরতা।

শুক্রবার, 15 মার্চ, 2024

যোহন ২০:২৯যীশু তাঁহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ? ধন্য তাহারা, যাহারা না দেখিয়া বিশ্বাস করিল।

বৃহষ্পতিবার, 14 মার্চ, 2024

মথি ২৪:৩৫আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনও হইবে না।

বুধবার, 13 মার্চ, 2024

গীত ১৩৯:২৩-২৪হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর,
আমার অন্তঃকরণ জ্ঞাত হও;
আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও;
আর দেখ, আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না,
এবং সনাতন পথে আমাকে গমন করাও।

মঙ্গলবার, 12 মার্চ, 2024

১ যোহন ৩:২৪আর যে ব্যক্তি তাঁহার আজ্ঞা সকল পালন করে, সে তাঁহাতে থাকে, ও তিনি তাহাতে থাকেন; আর তিনি আমাদিগকে যে আত্মা দিয়াছেন, তাঁহার দ্বারা আমরা জানি যে, তিনি আমাদের মধ্যে থাকেন।

সোমবার, 11 মার্চ, 2024

রোমীয় ২:৬তিনি ত প্রত্যেক মনুষ্যকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন।

রবিবার, 10 মার্চ, 2024

হিতোপ ৩:১-২বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না;
তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক।
কারণ তদ্দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা,
জীবনের বৎসর-বাহুল্য, এবং শান্তি প্রাপ্ত হইবে।

শনিবার, 9 মার্চ, 2024

যোহন ১৪:২১যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে, সেই আমাকে প্রেম করে; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন; এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব।

শুক্রবার, 8 মার্চ, 2024

যিহিষ্কেল ১৮:২৩দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন; বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ হয় না?

বৃহষ্পতিবার, 7 মার্চ, 2024

গীত ১০:১২হে সদাপ্রভু, উঠ; হে ঈশ্বর, আপন হস্ত তোল।
দুঃখীদিগকে ভুলিয়া যাইও না।

বুধবার, 6 মার্চ, 2024

যাকোব ১:২৭ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা, এবং সংসার হইতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম।

মঙ্গলবার, 5 মার্চ, 2024

১ যোহন ৪:৭প্রিয়তমেরা, আইস, আমরা পরস্পর প্রেম করি; কারণ প্রেম ঈশ্বরের; এবং যে কেহ প্রেম করে, সে ঈশ্বর হইতে জাত এবং সে ঈশ্বরকে জানে।

সোমবার, 4 মার্চ, 2024

হিতোপ ১৭:৬পুত্রদের পুত্রগণ বৃদ্ধদের মুকুট,
এবং পিতারাই বালকদের শোভা।

রবিবার, 3 মার্চ, 2024

ইফিষীয় ৫:৩১এই জন্য মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সেই দুই জন একাঙ্গ হইবে।

শনিবার, 2 মার্চ, 2024

আদিপুস্তক ১:২৭পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন; ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন।

শুক্রবার, 1 মার্চ, 2024

গীত ৪০:৮হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত,
আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে।

আজকের জন্য বাইবেল পদ

তিনি শৈল, তাঁহার কর্ম সিদ্ধ,
কেননা তাঁহার সমস্ত পথ ন্যায্য;
তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাঁহাতে অন্যায় নাই;
তিনিই ধর্মময় ও সরল।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ, এমন নয়, কিন্তু আমিই তোমাদিগকে মনোনীত করিয়াছি; আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে; যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ঞা করিবে, তাহা তিনি তোমাদিগকে দেন।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন