DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

ফেব্রুয়ারী 2024

বৃহষ্পতিবার, 29 ফেব্রুয়ারী, 2024

গালাতীয় ২:২১আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না; কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয়, তাহা হইলে খ্রীষ্ট অকারণে মরিলেন।

বুধবার, 28 ফেব্রুয়ারী, 2024

লেবীয় পুস্তক ৫:১৭আর যদি কেহ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কর্ম করিয়া পাপ করে, তবে সে তাহা না জানিলেও দোষী, সে আপন অপরাধ বহন করিবে।

মঙ্গলবার, 27 ফেব্রুয়ারী, 2024

যিশাইয় ১:১৮সদাপ্রভু কহিতেছেন, আইস, আমরা উত্তর প্রত্যুত্তর করি; তোমাদের পাপ সকল সিন্দূরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে; লাক্ষার ন্যায় রাঙ্গা হইলেও মেষলোমের ন্যায় হইবে।

সোমবার, 26 ফেব্রুয়ারী, 2024

লূক ৮:১৬আর প্রদীপ জ্বালিয়া কেহ পাত্র দিয়া ঢাকে না, কিম্বা খাটের নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, যেন যাহারা ভিতরে যায়, তাহারা আলো দেখিতে পায়।

রবিবার, 25 ফেব্রুয়ারী, 2024

২ করিন্থীয় ৯:৬কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বুনে, সে অল্প পরিমাণে শস্যও কাটিবে; আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে, সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে।

শনিবার, 24 ফেব্রুয়ারী, 2024

গীত ১১৯:৩০আমি বিশ্বস্ততার পথ মনোনীত করিয়াছি,
আমি তোমার শাসনকলাপ সম্মুখে রাখিয়াছি।

শুক্রবার, 23 ফেব্রুয়ারী, 2024

গালাতীয় ২:২০খ্রীষ্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্টই আমাতে জীবিত আছেন; আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই, যাপন করিতেছি; তিনিই আমাকে প্রেম করিলেন, এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন।

বৃহষ্পতিবার, 22 ফেব্রুয়ারী, 2024

রোমীয় ১০:১৭অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রীষ্টের বাক্য দ্বারা হয়।

বুধবার, 21 ফেব্রুয়ারী, 2024

হিতোপ ১০:১৭যে শাসন মানে, সে জীবন-পথে চলে;
কিন্তু যে অনুযোগ ত্যাগ করে, সে ভ্রান্ত হয়।

মঙ্গলবার, 20 ফেব্রুয়ারী, 2024

ইফিষীয় ২:৮-৯কেননা অনুগ্রহেই, বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ; এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান; তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে।

সোমবার, 19 ফেব্রুয়ারী, 2024

২ বংশাবলি ১৯:৭অতএব সদাপ্রভুর ভয় তোমাদের মধ্যে অধিষ্ঠিত হউক; তোমরা সাবধান হইয়া কার্য কর, কেননা অন্যায়, কি মুখাপেক্ষা, কি উৎকোচ গ্রহণে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মতি নাই।

রবিবার, 18 ফেব্রুয়ারী, 2024

গীত ১১৮:৮মনুষ্যে নির্ভর করণাপেক্ষা
সদাপ্রভুর শরণ লওয়া উত্তম।

শনিবার, 17 ফেব্রুয়ারী, 2024

ইফিষীয় ২:১৩কিন্তু এখন খ্রীষ্ট যীশুতে, পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা, তোমরা খ্রীষ্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ।

শুক্রবার, 16 ফেব্রুয়ারী, 2024

মথি ১৯:২৬যীশু তাঁহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য।

বৃহষ্পতিবার, 15 ফেব্রুয়ারী, 2024

যিশাইয় ৫৫:৯কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ, ও তোমাদের সঙ্কল্প হইতে আমার সঙ্কল্প তত উচ্চ।

বুধবার, 14 ফেব্রুয়ারী, 2024

রোমীয় ১৩:১০প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণসাধন।

মঙ্গলবার, 13 ফেব্রুয়ারী, 2024

প্রেরিত্‌ ২:৩৩অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে, এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে, এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ, তাহা তিনি সেচন করিলেন।

সোমবার, 12 ফেব্রুয়ারী, 2024

গীত ৩৪:১৯ধার্মিকের বিপদ অনেক,
কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন।

রবিবার, 11 ফেব্রুয়ারী, 2024

ফিলিপীয় ১:২৯যেহেতু তোমাদিগকে খ্রীষ্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাঁহাতে বিশ্বাস কর, তাহা নয়, কিন্তু তাঁহার নিমিত্ত দুঃখভোগও কর।

শনিবার, 10 ফেব্রুয়ারী, 2024

মথি ১০:৩৯যে কেহ আপন প্রাণ রক্ষা করে, সে তাহা হারাইবে; এবং যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করিবে।

শুক্রবার, 9 ফেব্রুয়ারী, 2024

যিশাইয় ৬০:১উঠ, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত,
সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।

বৃহষ্পতিবার, 8 ফেব্রুয়ারী, 2024

রোমীয় ৮:৩৫খ্রীষ্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ? কি সঙ্কট? কি তাড়না? কি দুর্ভিক্ষ? কি উলঙ্গতা?

বুধবার, 7 ফেব্রুয়ারী, 2024

যোহন ১৫:৫আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা; যে আমাতে থাকে, এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়; কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পার না।

মঙ্গলবার, 6 ফেব্রুয়ারী, 2024

গীত ৩৭:৩সদাপ্রভুতে নির্ভর রাখ, সদাচরণ কর,
দেশে বাস কর, বিশ্বস্ততাক্ষেত্রে চর।

সোমবার, 5 ফেব্রুয়ারী, 2024

রোমীয় ১৩:১৪কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না।

রবিবার, 4 ফেব্রুয়ারী, 2024

দ্বিতীয় বিবরণ ৬:২৪আর সদাপ্রভু আমাদিগকে এই সমস্ত বিধি পালন করিতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে আজ্ঞা করিলেন, যেন যাবজ্জীবন আমাদের মঙ্গল হয়, আর তিনি অদ্যকার মত যেন আমাদিগকে জীবিত রাখেন।

শনিবার, 3 ফেব্রুয়ারী, 2024

হিতোপ ২৯:১১হীনবুদ্ধি আপনার সমস্ত ক্রোধ প্রকাশ করে,
কিন্তু জ্ঞানী তাহা সম্বরণ করিয়া প্রশমিত করে।

শুক্রবার, 2 ফেব্রুয়ারী, 2024

সখরিয় ১৪:৯আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন; সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাঁহার নামও অদ্বিতীয় হইবে।

বৃহষ্পতিবার, 1 ফেব্রুয়ারী, 2024

যোহন ১১:৪০যীশু তাঁহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে, যদি বিশ্বাস কর, তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তাহারা পাথরখানি সরাইয়া ফেলিল।