- কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ,
তাঁহার সকল ক্রিয়া বিশ্বস্ততাসিদ্ধ। - তিনি ধার্মিকতা ও ন্যায়বিচার ভালবাসেন;
পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ। - আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে,
তাহার সমস্ত বাহিনী তাঁহার মুখের শ্বাসে। - ধন্য সেই জাতি, যাহার ঈশ্বর সদাপ্রভু,
সেই লোকসমাজ, যাহাকে তিনি নিজ
অধিকারার্থে মনোনীত করিয়াছেন। - দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে,
যাহারা তাঁহাকে ভয় করে,
যাহারা তাঁহার দয়ার প্রতীক্ষা করে। - সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্তুক,
কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি।