- আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব;
তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। - আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম,
তিনি আমাকে উত্তর দিলেন,
আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। - এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন,
ইহাকে সকল সঙ্কট হইতে নিস্তার করিলেন। - আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়;
ধন্য সেই ব্যক্তি, যে তাঁহার শরণাপন্ন। - যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়,
কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে,
তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না। - তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে,
ছলনা-বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখ। - মন্দ হইতে দূরে যাও, যাহা ভাল তাহাই কর;
শান্তির অন্বেষণ ও অনুধাবন কর। - ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে,
তাহাদের আর্তনাদের প্রতি তাঁহার কর্ণ আছে। - সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল;
তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন। - ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন,
তাহাদের সকল সঙ্কট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন।
সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,
তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। - ধার্মিকের বিপদ অনেক,
কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। - সদাপ্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন;
তাঁহার শরণাগত কেহই দোষীকৃত হইবে না।
আজকের জন্য বাইবেল পদ
যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়,কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে,
তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।