- অহঙ্কার আসিলে অপমানও আইসে;
কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর। - সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে;
কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে। - ক্রোধের দিনে ধন উপকার করে না;
কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে। - মুখ দ্বারা পাষণ্ড আপন প্রতিবাসীকে নষ্ট করে;
কিন্তু জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়। - অপবাদকারী গুপ্ত কথা ব্যক্ত করে;
কিন্তু যে আত্মায় বিশ্বস্ত, সে কথা গোপন করে। - দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে;
কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে, সে সত্য বেতন পায়। - দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়,
জল-সেচনকারী আপনিও জলে সিক্ত হয়।
আজকের জন্য বাইবেল পদ
কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা পাইবে।র্যানড্ম বাইবেল পদ
সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা কর,কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়।পরবর্তী পদ !ছবি সহ