- মানুষের সকল পথই নিজের দৃষ্টিতে সরল,
কিন্তু সদাপ্রভু হৃদয় সকল তৌল করেন। - ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান
সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য। - যে ধার্মিকতার ও দয়ার অনুগামী হয়,
সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়। - কেহ সমস্ত দিন অতিমাত্র লোভ করে;
কিন্তু ধার্মিক দান করে, কাতর হয় না।
আজকের জন্য বাইবেল পদ
তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন,তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন।
র্যানড্ম বাইবেল পদ
তুমি আমার অন্তরাল, তুমি সঙ্কট হইতে আমাকে উদ্ধার করিবে;রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। সেলাপরবর্তী পদ !ছবি সহ