DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (সেপ্টেম্বর 2024)

সোমবার, 30 সেপ্টেম্বর, 2024

রোমীয় ১০:১৩কারণ ‘‘যে কেহ প্রভুর নামে ডাকে, সে পরিত্রাণ পাইবে।”

রবিবার, 29 সেপ্টেম্বর, 2024

গালাতীয় ৩:২২কিন্তু শাস্ত্র সকলই পাপের অধীনতায় রুদ্ধ করিয়াছে, যেন প্রতিজ্ঞার ফল, যীশু খ্রীষ্টে বিশ্বাস হেতু, বিশ্বাসীদিগকে দেওয়া যায়।

শনিবার, 28 সেপ্টেম্বর, 2024

যিশাইয় ৫৫:১১তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি, সেই বিষয়ে সিদ্ধার্থ হইবে।

শুক্রবার, 27 সেপ্টেম্বর, 2024

মথি ২৬:৪১জাগিয়া থাক, ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল।

বৃহষ্পতিবার, 26 সেপ্টেম্বর, 2024

২ থিষলনীকীয় ১:৩হে ভ্রাতৃগণ, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; আর তাহা করা উপযুক্ত, কেননা তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে, এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে।

বুধবার, 25 সেপ্টেম্বর, 2024

গীত ২৩:৬কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে,
আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব।

মঙ্গলবার, 24 সেপ্টেম্বর, 2024

১ পিতর ২:২নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা কর, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও।

সোমবার, 23 সেপ্টেম্বর, 2024

মথি ৫:৩ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই।

রবিবার, 22 সেপ্টেম্বর, 2024

হিতোপ ১৭:৯যে অধর্ম আচ্ছাদন করে, সে প্রেমের অন্বেষণ করে;
কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।

শনিবার, 21 সেপ্টেম্বর, 2024

তীত ২:১১-১২কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে, তাহা আমাদিগকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি।

শুক্রবার, 20 সেপ্টেম্বর, 2024

রোমীয় ৩:২০যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোন প্রাণী তাঁহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে।

বৃহষ্পতিবার, 19 সেপ্টেম্বর, 2024

গীত ৩৪:১৪মন্দ হইতে দূরে যাও, যাহা ভাল তাহাই কর;
শান্তির অন্বেষণ ও অনুধাবন কর।

বুধবার, 18 সেপ্টেম্বর, 2024

যোহন ২০:২১তখন যীশু আবার তাঁহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হউক; পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই।

মঙ্গলবার, 17 সেপ্টেম্বর, 2024

উপ ১০:১২জ্ঞানবানের মুখনির্গত বাক্য অনুগ্রহজনক, কিন্তু হীনবুদ্ধির নিজ ওষ্ঠ তাহাকে গ্রাস করে।

সোমবার, 16 সেপ্টেম্বর, 2024

মথি ৫:৯ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে।

রবিবার, 15 সেপ্টেম্বর, 2024

যিহিষ্কেল ৩৬:২৭আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব, এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব, তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে।

শনিবার, 14 সেপ্টেম্বর, 2024

কলসীয় ১:১৮আর তিনিই দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক; তিনি আদি, মৃতগণের মধ্য হইতে প্রথমজাত, যেন সর্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন।

শুক্রবার, 13 সেপ্টেম্বর, 2024

গীত ১২৪:৮সদাপ্রভুর নামে আমাদের সাহায্য,
তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।

বৃহষ্পতিবার, 12 সেপ্টেম্বর, 2024

ইব্রীয় ৩:৪কেননা প্রত্যেক গৃহ কাহারও দ্বারা সংস্থাপিত হয়, কিন্তু যিনি সকলই সংস্থাপন করিয়াছেন, তিনি ঈশ্বর।

বুধবার, 11 সেপ্টেম্বর, 2024

কলসীয় ৪:৫-৬তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ কর, সুযোগ কিনিয়া লও। তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহযুক্ত হউক, লবণে আস্বাদযুক্ত হউক, কাহাকে কেমন উত্তর দিতে হয়, তাহা যেন তোমরা জানিতে পার।

মঙ্গলবার, 10 সেপ্টেম্বর, 2024

হিতোপ ১৮:২১মরণ ও জীবন জিহ্বার অধীন;
যাহারা তাহা ভালবাসে, তাহারা তাহার ফল ভোগ করিবে।

সোমবার, 9 সেপ্টেম্বর, 2024

মার্ক ১৪:৩৬তিনি কহিলেন, আব্বা, পিতঃ, সকলই তোমার সাধ্য; আমার নিকট হইতে এই পানপাত্র দূর কর; তথাপি আমার ইচ্ছামত না হউক, তোমার ইচ্ছামত হউক।

রবিবার, 8 সেপ্টেম্বর, 2024

২ করিন্থীয় ১২:১০এই হেতু খ্রীষ্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সঙ্কট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল, তখনই বলবান।

শনিবার, 7 সেপ্টেম্বর, 2024

গীত ৩১:১৯আহা! তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ,
যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ,
যাহা মনুষ্য-সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ।

শুক্রবার, 6 সেপ্টেম্বর, 2024

ফিলীমন ১:২৫প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হউক। আমেন।

বৃহষ্পতিবার, 5 সেপ্টেম্বর, 2024

রোমীয় ১৫:৫ধৈর্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিউন, যাহাতে তোমরা খ্রীষ্ট যীশুর অনুরূপে পরস্পর একমনা হও।

বুধবার, 4 সেপ্টেম্বর, 2024

যিশাইয় ১২:৪আর সেই দিন তোমরা বলিবে,
সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক,
জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর,
তাঁহার নাম উন্নত, এই বলিয়া কীর্তন কর।

মঙ্গলবার, 3 সেপ্টেম্বর, 2024

মার্ক ১৬:১৬যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়, সে পরিত্রাণ পাইবে; কিন্তু যে অবিশ্বাস করে, তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে।

সোমবার, 2 সেপ্টেম্বর, 2024

গালাতীয় ৩:২৬-২৭কেননা তোমরা সকলে, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস দ্বারা, ঈশ্বরের পুত্র হইয়াছ; কারণ তোমরা যত লোক খ্রীষ্টের উদ্দেশে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রীষ্টকে পরিধান করিয়াছ।

রবিবার, 1 সেপ্টেম্বর, 2024

গীত ১৩৮:৮সদাপ্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করিবেন;
হে সদাপ্রভু, তোমার দয়া অনন্তকালস্থায়ী;
তোমার স্বহস্তের কর্ম পরিত্যাগ করিও না।

আজকের জন্য বাইবেল পদ

অজ্ঞান আপন পিতার শাসন অগ্রাহ্য করে;
কিন্তু যে অনুযোগ মানে, সেই সতর্ক হয়।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

প্রাতে আমাকে তোমার দয়ার বচন শুনাও,
কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি;
আমার গন্তব্য পথ আমাকে জানাও,
কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন