- সদাপ্রভুতে নির্ভর রাখ, সদাচরণ কর,
 দেশে বাস কর, বিশ্বস্ততাক্ষেত্রে চর।
- আর সদাপ্রভুতে আমোদ কর,
 তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন।
- তোমার গতি সদাপ্রভুতে অর্পণ কর, তাঁহাতে নির্ভর কর,
 তিনিই কার্য সাধন করিবেন।
 তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম,
 মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন।
- সদাপ্রভুর নিকটে নীরব হও, তাঁহার অপেক্ষায় থাক;
 যে আপন পথে কৃতকার্য হয়,
 তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসঙ্কল্প করে,
 তাহার বিষয়ে রুষ্ট হইও না।
- ধার্মিকের অল্প সম্পত্তি ভাল,
 বহুদুষ্টের ধনরাশি অপেক্ষা ভাল।
 কারণ দুষ্টদের বাহু ভগ্ন হইবে;
 কিন্তু সদাপ্রভু ধার্মিকদিগকে ধরিয়া রাখেন।
- দুষ্ট ঋণ করিয়া পরিশোধ করে না,
 কিন্তু ধার্মিক দয়াবান ও দানশীল।
- সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরীকৃত হয়,
 তাহার পথে তিনি প্রীত।
- কেননা সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন;
 তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না;
 তাহারা চিরকাল রক্ষিত হয়;
 কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে।
আজকের জন্য বাইবেল পদ
প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন কর;সমস্ত উপার্জন দিয়া সুবিবেচনা উপার্জন কর।






