DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

নম্রতা (2/2)

  • আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগপর্যায়ের যুগে যুগে হউক। আমেন।
  • কেননা সদাপ্রভু আপন প্রজাদের প্রতি প্রীত,
    তিনি নম্রদিগকে পরিত্রাণে ভূষিত করিবেন।
  • কারণ বাস্তবিক মনুষ্যপুত্রও পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।
  • হে সদাপ্রভু, আমাদিগকে নয়, আমাদিগকে নয়,
    কিন্তু তোমারই নাম গৌরবান্বিত কর,
    তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে।
  • সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন,
    তিনি নত করেন ও উন্নত করেন।
  • এখন আমি নবূখদ্‌নিৎসর সেই স্বর্গরাজের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি; কেননা তাঁহার সমস্ত ক্রিয়া সত্য, ও তাঁহার পথ সকল ন্যায্য; আর যাহারা স্বগর্বে চলে, তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন।
  • ধিক্‌ তাহাকে, যে আপন নির্মাতার সহিত বিবাদ করে; সে ত মাটির খোলার মধ্যবর্তী খোলা মাত্র। মৃত্তিকা কি কুম্ভকারকে বলিবে, ‘তুমি কি নির্মাণ করিতেছ?’ তোমার রচিত বস্তু কি বলিবে, ‘উহার হস্ত নাই?’
  • আইস, আমরা প্রণিপাত করি, প্রণত হই,
    আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানু পাতি।
  • ভাল, আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ান উচিত।
  • আর তোমরা যখন উপবাস কর, তখন কপটীদের ন্যায় বিষণ্ন-বদন হইও না; কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে; আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে।
  • তোমাদের মধ্যে সেইরূপ হইবে না; কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায়, সে তোমাদের পরিচারক হইবে; এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায়, সে তোমাদের দাস হইবে।
  • কেননা লিখিত আছে,
    ‘‘প্রভু কহিতেছেন, আমার জীবনের দিব্য, আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে,
    এবং প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে।”
  • অবনত ভ্রাতা, আপন উন্নতির শ্লাঘা করুক; আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক, কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে।
  • পরন্তু, যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচ্ঞা ও চিন্তার অতীত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রীষ্ট যীশুতে যুগপর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাঁহারই মহিমা হউক। আমেন।
  • বলি, মর্ত্য কি যে, তুমি তাহাকে স্মরণ কর?
    মনুষ্য-সন্তান বা কি যে, তাহার তত্ত্বাবধান কর?
  • হে সদাপ্রভু, আমার প্রার্থনা শ্রবণ কর,
    আমার আর্তনাদে কর্ণ দেও,
    আমার অশ্রুপাতে নীরব থাকিও না;
    কেননা আমি তোমার কাছে বিদেশী,
    আমার সমস্ত পিতৃলোকের ন্যায় প্রবাসী।
  • অতএব তোমরা এই মত প্রার্থনা করিও;
    হে আমাদের স্বর্গস্থ পিতঃ,
    তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক,
    তোমার রাজ্য আইসুক,
    তোমার ইচ্ছা সিদ্ধ হউক,
    যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হউক।
  • হে সিয়োন-কন্যা অতিশয় উল্লাস কর;
    হে যিরূশালেম-কন্যা, জয়ধ্বনি কর।
    দেখ, তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন;
    তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত,
    তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট।
  • হে দেশস্থ সমস্ত নম্র লোক, তাঁহার শাসন পালন করিয়াছ যে তোমরা, তোমরা সদাপ্রভুর অন্বেষণ কর, ধর্মের অনুশীলন কর, নম্রতার অনুশীলন কর; হয় ত সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা গুপ্তস্থানে রক্ষা পাইবে।
  • সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, দাস নিজ প্রভু হইতে বড় নয়, ও প্রেরিত নিজ প্রেরণকর্তা হইতে বড় নয়।
  • ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই।
  • কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর।

আজকের জন্য বাইবেল পদ

সেই প্রতাপের রাজা কে?
বাহিনীগণের সদাপ্রভু, তিনিই প্রতাপের রাজা। সেলা

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে, সে প্রেমে সিদ্ধ হয় নাই।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন