DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (জানুয়ারী 2022)

সোমবার, 31 জানুয়ারী, 2022

ইব্রীয় ৩:৪কেননা প্রত্যেক গৃহ কাহারও দ্বারা সংস্থাপিত হয়, কিন্তু যিনি সকলই সংস্থাপন করিয়াছেন, তিনি ঈশ্বর।

রবিবার, 30 জানুয়ারী, 2022

যিশাইয় ১:১৬তোমরা আপনাদিগকে ধৌত কর, বিশুদ্ধ কর, আমার নয়নগোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর কর; কদাচরণ ত্যাগ কর।

শনিবার, 29 জানুয়ারী, 2022

রোমীয় ১৪:১বিশ্বাসে যে দুর্বল, তাহাকে গ্রহণ কর, কিন্তু তর্কবিতর্ক সম্বন্ধীয় বিষয়ের বিচারার্থে নয়।

শুক্রবার, 28 জানুয়ারী, 2022

১ যোহন ৫:১৫আর যদি জানি যে, আমরা যাহা যাচ্ঞা করি, তিনি তাহা শুনেন তবে ইহাও জানি যে, আমরা তাঁহার কাছে যাহা যাচ্ঞা করিয়াছি সেই সকল পাইয়াছি।

বৃহষ্পতিবার, 27 জানুয়ারী, 2022

গীত ৩১:১৫আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে;
আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারিগণ হইতে,
আমাকে উদ্ধার কর।

বুধবার, 26 জানুয়ারী, 2022

যোহন ৬:৩৫যীশু তাহাদিগকে বলিলেন, আমিই সেই জীবন-খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে, সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে, সে তৃষ্ণার্ত হইবে না, কখনও না।

মঙ্গলবার, 25 জানুয়ারী, 2022

গালাতীয় ৬:৭তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না; কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে।

সোমবার, 24 জানুয়ারী, 2022

হিতোপ ১৮:১৬মানুষের উপহার তাহার জন্য পথ করে,
বড় লোকদের সাক্ষাতে তাহাকে উপস্থিত করে।

রবিবার, 23 জানুয়ারী, 2022

২ করিন্থীয় ৮:১২কেননা যদি আগ্রহ থাকে, তবে যাহার যাহা আছে, তদনুসারে তাহা গ্রাহ্য হয়; যাহার যাহা নাই, তদনুসারে নয়।

শনিবার, 22 জানুয়ারী, 2022

১ বংশাবলি ২৯:১৪কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে যে, আমরা এই প্রকারে ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই? সমস্তই ত তোমা হইতে আইসে, এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি, তাহাই তোমাকে দিলাম।

শুক্রবার, 21 জানুয়ারী, 2022

গীত ৪৬:১ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল।
তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।

বৃহষ্পতিবার, 20 জানুয়ারী, 2022

মথি ২১:২২আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচ্ঞা করিবে, সেই সকলই পাইবে।

বুধবার, 19 জানুয়ারী, 2022

মথি ৬:২৬আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত কর; তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন; তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও?

মঙ্গলবার, 18 জানুয়ারী, 2022

হিতোপ ১৭:৯যে অধর্ম আচ্ছাদন করে, সে প্রেমের অন্বেষণ করে;
কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।

সোমবার, 17 জানুয়ারী, 2022

ইব্রীয় ১৩:৫তোমাদের আচার-ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলিয়াছেন, ‘‘আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।”

রবিবার, 16 জানুয়ারী, 2022

ফিলিপীয় ৪:১৩যিনি আমাকে শক্তি দেন, তাঁহাতে আমি সকলই করিতে পারি।

শনিবার, 15 জানুয়ারী, 2022

গীত ৮৬:৫কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান,
এবং যাহারা তোমাকে ডাকে,
তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান।

শুক্রবার, 14 জানুয়ারী, 2022

দ্বিতীয় বিবরণ ৭:৯অতএব তুমি জ্ঞাত হও, তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর; তিনি বিশ্বসনীয় ঈশ্বর, যাহারা তাঁহাকে প্রেম করে ও তাঁহার আজ্ঞা পালন করে, তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন।

বৃহষ্পতিবার, 13 জানুয়ারী, 2022

২ পিতর ১:২১কারণ ভাববাণী কখনও মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন, তাহাই বলিয়াছেন।

বুধবার, 12 জানুয়ারী, 2022

১ শমূয়েল ২:৭সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন,
তিনি নত করেন ও উন্নত করেন।

মঙ্গলবার, 11 জানুয়ারী, 2022

মার্ক ১৬:১৫আর তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার কর।

সোমবার, 10 জানুয়ারী, 2022

২ করিন্থীয় ৫:৭কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়।

রবিবার, 9 জানুয়ারী, 2022

গীত ১২৮:১ধন্য সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে,
যে তাঁহার সকল পথে চলে।

শনিবার, 8 জানুয়ারী, 2022

গণনা পুস্তক ১৫:৩৯তোমাদের জন্য সেই ঝালর থাকিবে, যেন তাহা দেখিয়া তোমরা সদাপ্রভুর সমস্ত আজ্ঞা স্মরণ করিয়া পালন কর, এবং আপনাদের যে হৃদয় চক্ষুর অনুগমনে তোমরা ব্যভিচারী হইয়া থাক, তদনুগমনে ভ্রমণ না কর।

শুক্রবার, 7 জানুয়ারী, 2022

যোহন ১৪:২৭শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি; জগৎ যেরূপ দান করে, আমি সেইরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক, ভীতও না হউক।

বৃহষ্পতিবার, 6 জানুয়ারী, 2022

হবক্‌ ২:৪দেখ, তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে।

বুধবার, 5 জানুয়ারী, 2022

কলসীয় ৩:১৫আর খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক; তোমরা ত তাহারই নিমিত্ত এক দেহে আহূত হইয়াছ; আর কৃতজ্ঞ হও।

মঙ্গলবার, 4 জানুয়ারী, 2022

১ থিষলনীকীয় ৫:১১অতএব যেমন তোমরা করিয়াও থাক, তেমনি তোমরা পরস্পরকে আশ্বাস দেও, এবং একজন অন্যকে গাঁথিয়া তুল।

সোমবার, 3 জানুয়ারী, 2022

গীত ৩৭:৭সদাপ্রভুর নিকটে নীরব হও, তাঁহার অপেক্ষায় থাক;
যে আপন পথে কৃতকার্য হয়,
তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসঙ্কল্প করে,
তাহার বিষয়ে রুষ্ট হইও না।

রবিবার, 2 জানুয়ারী, 2022

দ্বিতীয় বিবরণ ৫:২৯আহা, সর্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে।

শনিবার, 1 জানুয়ারী, 2022

২ করিন্থীয় ১৩:১৪প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ, ও ঈশ্বরের প্রেম, এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হউক।

আজকের জন্য বাইবেল পদ

আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

অতএব, হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়, কেননা তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন