DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (ফেব্রুয়ারী 2022)

সোমবার, 28 ফেব্রুয়ারী, 2022

মার্ক ১১:২৫আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোন কথা থাকে, তাহাকে ক্ষমা করিও।

রবিবার, 27 ফেব্রুয়ারী, 2022

রোমীয় ৮:১৫বস্তুতঃ তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে, আবার ভয় করিবে; কিন্তু দত্তকপুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা, পিতা, বলিয়া ডাকি।

শনিবার, 26 ফেব্রুয়ারী, 2022

হিতোপ ৪:২৩সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা কর,
কেননা তাহা হইতে জীবনের উদ্‌গম হয়।

শুক্রবার, 25 ফেব্রুয়ারী, 2022

মার্ক ১৬:১৬যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়, সে পরিত্রাণ পাইবে; কিন্তু যে অবিশ্বাস করে, তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে।

বৃহষ্পতিবার, 24 ফেব্রুয়ারী, 2022

২ করিন্থীয় ১২:১০এই হেতু খ্রীষ্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সঙ্কট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল, তখনই বলবান।

বুধবার, 23 ফেব্রুয়ারী, 2022

গীত ২৩:৪যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব,
তখনও অমঙ্গলের ভয় করিব না,
কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ,
তোমার পাঁচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।

মঙ্গলবার, 22 ফেব্রুয়ারী, 2022

১ করিন্থীয় ১৫:৩৩ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে।

সোমবার, 21 ফেব্রুয়ারী, 2022

গালাতীয় ৩:২৮যিহূদী কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর ও নারী আর হইতে পারে না, কেননা খ্রীষ্ট যীশুতে তোমরা সকলেই এক।

রবিবার, 20 ফেব্রুয়ারী, 2022

হিতোপ ১০:১৯বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই;
কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।

শনিবার, 19 ফেব্রুয়ারী, 2022

রোমীয় ১৫:৫ধৈর্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিউন, যাহাতে তোমরা খ্রীষ্ট যীশুর অনুরূপে পরস্পর একমনা হও।

শুক্রবার, 18 ফেব্রুয়ারী, 2022

যাকোব ১:১২ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষাসিদ্ধ হইলে পর সে জীবনমুকুট প্রাপ্ত হইবে, তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাঁহাকে প্রেম করে।

বৃহষ্পতিবার, 17 ফেব্রুয়ারী, 2022

গীত ৫১:১৭ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা;
হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না।

বুধবার, 16 ফেব্রুয়ারী, 2022

আদিপুস্তক ৯:১১আমি তোমাদের সহিত আমার নিয়ম স্থির করি; জলপ্লাবন দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছিন্ন হইবে না, এবং পৃথিবীর বিনাশার্থ জলপ্লাবন আর হইবে না।

মঙ্গলবার, 15 ফেব্রুয়ারী, 2022

যোহন ১৪:৭যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকেও জানিতে; এখন অবধি তাঁহাকে জানিতেছ এবং দেখিয়াছ।

সোমবার, 14 ফেব্রুয়ারী, 2022

পরমগীত ৪:৭অয়ি মম প্রিয়ে! তুমি সর্বাঙ্গসুন্দরী,
তোমাতে কোন দোষ নাই।

রবিবার, 13 ফেব্রুয়ারী, 2022

১ যোহন ৩:১৬তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি; এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য।

শনিবার, 12 ফেব্রুয়ারী, 2022

৩ যোহন ১:৪আমার সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই।

শুক্রবার, 11 ফেব্রুয়ারী, 2022

যিশাইয় ৫৩:৫কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ,
আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন;
আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্তিল,
এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল।

বৃহষ্পতিবার, 10 ফেব্রুয়ারী, 2022

১ যোহন ৩:৪যে কেহ পাপাচরণ করে, সে ব্যবস্থালঙ্ঘনও করে, আর ব্যবস্থালঙ্ঘনই পাপ।

বুধবার, 9 ফেব্রুয়ারী, 2022

লেবীয় পুস্তক ২২:৩১অতএব তোমরা আমার আজ্ঞা সকল মান্য করিবে, পালন করিবে; আমি সদাপ্রভু।

মঙ্গলবার, 8 ফেব্রুয়ারী, 2022

গীত ১১৯:১৩০তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে,
তাহা অমায়িকদিগকে বুদ্ধিমান করে।

সোমবার, 7 ফেব্রুয়ারী, 2022

যাকোব ১:২১অতএব তোমরা সকল অশুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া, মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ কর, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে।

রবিবার, 6 ফেব্রুয়ারী, 2022

ফিলিপীয় ২:৫খ্রীষ্ট যীশুতে যে ভাব ছিল, তাহা তোমাদের মধ্যেও হউক।

শনিবার, 5 ফেব্রুয়ারী, 2022

যিশাইয় ৪৪:২২আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি; তুমি আমার প্রতি ফির, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি।

শুক্রবার, 4 ফেব্রুয়ারী, 2022

রোমীয় ১৪:৮কেননা যদি আমরা জীবিত থাকি, তবে প্রভুরই উদ্দেশে জীবিত থাকি; এবং যদি মরি, তবে প্রভুরই উদ্দেশে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই।

বৃহষ্পতিবার, 3 ফেব্রুয়ারী, 2022

ইব্রীয় ৮:১২কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব,
এবং তাহাদের পাপ সকল আর কখনও স্মরণে আনিব না।

বুধবার, 2 ফেব্রুয়ারী, 2022

গীত ১২১:৭-৮সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন;
তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন।
সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন,
এখন অবধি চিরকাল পর্যন্ত।

মঙ্গলবার, 1 ফেব্রুয়ারী, 2022

রোমীয় ১৩:৮তোমরা কাহারও কিছু ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও; কেননা পরকে যে প্রেম করে, সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে।

আজকের জন্য বাইবেল পদ

আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী,
যাহারা তাঁহাকে ডাকে,
যাহারা সত্যে তাঁহাকে ডাকে।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন