DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (মার্চ 2022)

বৃহষ্পতিবার, 31 মার্চ, 2022

গীত ৩১:২৪হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস কর,
তোমাদের অন্তঃকরণ সবল হউক।

বুধবার, 30 মার্চ, 2022

১ রাজাবলি ৮:৫৭আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।

মঙ্গলবার, 29 মার্চ, 2022

মার্ক ৮:৩৬বস্তুতঃ মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে?

সোমবার, 28 মার্চ, 2022

হিতোপ ১৭:২২সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক;
কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে।

রবিবার, 27 মার্চ, 2022

রোমীয় ২:১অতএব, হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার পথ নাই; কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাক, সেই বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাক; কেননা তুমি যে বিচার করিতেছ, তুমি সেই মত আচরণ করিয়া থাক।

শনিবার, 26 মার্চ, 2022

তীত ২:১১-১২কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে, তাহা আমাদিগকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি।

শুক্রবার, 25 মার্চ, 2022

গীত ১১৮:২৪অদ্য সদাপ্রভুর কৃত দিন;
আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব।

বৃহষ্পতিবার, 24 মার্চ, 2022

২ করিন্থীয় ৬:১০দুঃখিতের ন্যায়, কিন্তু সর্বদা আনন্দিত; দীনহীনের ন্যায়, কিন্তু অনেকের ধনদাতা; আমাদের যেন কিছুই নাই, অথচ আমরা সর্বাধিকারী।

বুধবার, 23 মার্চ, 2022

২ থিষলনীকীয় ৩:১৬আর শান্তির প্রভু স্বয়ং সর্বদা সর্বপ্রকারে তোমাদিগকে শান্তি প্রদান করুন। প্রভু তোমাদের সকলের সহবর্তী হউন।

মঙ্গলবার, 22 মার্চ, 2022

হিতোপ ১৭:১৭বন্ধু সর্বসময়ে প্রেম করে,
ভ্রাতা দুর্দশার জন্য জন্মে।

সোমবার, 21 মার্চ, 2022

উপ ৪:১২আর যে একাকী, তাহাকে যদ্যপি কেহ পরাস্ত করে, তথাপি দুই জন তাহার প্রতিরোধ করিবে, এবং ত্রিগুণ সূত্র শীঘ্র ছিঁড়ে না।

রবিবার, 20 মার্চ, 2022

মথি ৫:১৩তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে? তাহা আর কোন কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়।

শনিবার, 19 মার্চ, 2022

গীত ২৭:১৪সদাপ্রভুর অপেক্ষায় থাক;
সাহস কর, তোমার অন্তঃকরণ সবল হউক;
হাঁ, সদাপ্রভুরই অপেক্ষায় থাক।

শুক্রবার, 18 মার্চ, 2022

যিহিষ্কেল ৩৬:২৬আর আমি তোমাদিগকে নূতন হৃদয় দিব, ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব; আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব।

বৃহষ্পতিবার, 17 মার্চ, 2022

লূক ৮:৫০তাহা শুনিয়া যীশু তাঁহাকে উত্তর করিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস কর, তাহাতে সে সুস্থ হইবে।

বুধবার, 16 মার্চ, 2022

হিতোপ ১৫:৪স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ;
কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়।

মঙ্গলবার, 15 মার্চ, 2022

১ করিন্থীয় ২:১১কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে; তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন।

সোমবার, 14 মার্চ, 2022

যিহিষ্কেল ৩৬:২৭আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব, এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব, তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে।

রবিবার, 13 মার্চ, 2022

গীত ১৮:৩০তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ;
সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ;
তিনি নিজ শরণাগত সকলের ঢাল।

শনিবার, 12 মার্চ, 2022

যোহন ৩:৩যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, সত্য সত্য, আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না।

শুক্রবার, 11 মার্চ, 2022

১ পিতর ২:২নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা কর, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও।

বৃহষ্পতিবার, 10 মার্চ, 2022

হিতোপ ১১:৩সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে;
কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে।

বুধবার, 9 মার্চ, 2022

মথি ৯:১২তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই প্রয়োজন আছে।

মঙ্গলবার, 8 মার্চ, 2022

গালাতীয় ৩:২৬-২৭কেননা তোমরা সকলে, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস দ্বারা, ঈশ্বরের পুত্র হইয়াছ; কারণ তোমরা যত লোক খ্রীষ্টের উদ্দেশে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রীষ্টকে পরিধান করিয়াছ।

সোমবার, 7 মার্চ, 2022

গীত ১৬:৮আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি;
তিনি ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না।

রবিবার, 6 মার্চ, 2022

১ বংশাবলি ২৯:১২তোমা হইতে ধন ও গৌরব আইসে, এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ; তোমারই হস্তে বল ও পরাক্রম, এবং তোমারই হস্তে সকলকে মহত্ত্ব ও শক্তি দিবার অধিকার।

শনিবার, 5 মার্চ, 2022

কলসীয় ৪:৫-৬তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ কর, সুযোগ কিনিয়া লও। তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহযুক্ত হউক, লবণে আস্বাদযুক্ত হউক, কাহাকে কেমন উত্তর দিতে হয়, তাহা যেন তোমরা জানিতে পার।

শুক্রবার, 4 মার্চ, 2022

উপ ৫:৪ঈশ্বরের নিকটে মানত করিলে তাহা পরিশোধ করিতে বিলম্ব করিও না, কারণ হীনবুদ্ধি লোকদের উপর তাঁহার সন্তোষ নাই; যাহা মানত করিবে, তাহা পরিশোধ করিও।

বৃহষ্পতিবার, 3 মার্চ, 2022

ফিলীমন ১:২৫প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হউক। আমেন।

বুধবার, 2 মার্চ, 2022

ইষ্রা ৮:২৩অতএব আমরা উপবাস করিলাম, ও আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম; তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন।

মঙ্গলবার, 1 মার্চ, 2022

গীত ৩৪:১৭-১৮ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন,
তাহাদের সকল সঙ্কট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন।
সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,
তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন।

আজকের জন্য বাইবেল পদ

যে কেহ আমার নামে এই শিশুটিকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে; এবং যে কেহ আমাকে গ্রহণ করে, সে তাঁহাকেই গ্রহণ করে, যিনি আমাকে প্রেরণ করিয়াছেন; কারণ তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বাপেক্ষা ক্ষুদ্র, সেই মহান।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন