DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (জুন 2024)

রবিবার, 30 জুন, 2024

হিতোপ ১৮:২হীনবুদ্ধি বিবেচনায় প্রীত হয় না,
কেবল নিজ মনেরই কথা প্রকাশে প্রীত হয়।

শনিবার, 29 জুন, 2024

ইফিষীয় ৪:৩০আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাঁহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ।

শুক্রবার, 28 জুন, 2024

কলসীয় ৩:১৬খ্রীষ্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশে গান কর।

বৃহষ্পতিবার, 27 জুন, 2024

গীত ১১২:৬কারণ সে কোন কালে বিচলিত হইবে না;
ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে।

বুধবার, 26 জুন, 2024

যাকোব ১:৩জানিও, তোমাদের বিশ্বাসের পরীক্ষাসিদ্ধতা ধৈর্য সাধন করে।

মঙ্গলবার, 25 জুন, 2024

রোমীয় ১০:১০কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে, ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে, পরিত্রাণের জন্য।

সোমবার, 24 জুন, 2024

হিতোপ ৩১:৮তুমি বোবাদের জন্য তোমার মুখ খোল,
অনাথ সকলের জন্য খোল।

রবিবার, 23 জুন, 2024

মার্ক ১২:৩১দ্বিতীয়টি এই, ‘‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।” এই দুই আজ্ঞা হইতে বড় আর কোন আজ্ঞা নাই।

শনিবার, 22 জুন, 2024

দ্বিতীয় বিবরণ ৬:৪-৫হে ইস্রায়েল, শুন; আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু; আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে।

শুক্রবার, 21 জুন, 2024

গীত ১১৯:১১৪তুমি আমার অন্তরাল ও আমার ঢাল;
আমি তোমার বাক্যে প্রত্যাশা রাখি।

বৃহষ্পতিবার, 20 জুন, 2024

মথি ২৪:৪২অতএব জাগিয়া থাক, কেননা তোমাদের প্রভু কোন্‌ দিন আসিবেন, তাহা তোমরা জান না।

বুধবার, 19 জুন, 2024

গণনা পুস্তক ২৩:১৯ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন;
তিনি মনুষ্য-সন্তান নহেন যে অনুশোচনা করিবেন;
তিনি কহিয়া কি কার্য করিবেন না?
তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না?

মঙ্গলবার, 18 জুন, 2024

২ পিতর ৩:৯প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন- যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে- কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এই তাঁহার বাসনা।

সোমবার, 17 জুন, 2024

মালাখি ৩:১৭আর তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন; আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে; এবং কোন মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাহাদের প্রতি তেমনি মমতা করিব।

রবিবার, 16 জুন, 2024

ইফিষীয় ১:৩ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রীষ্টে আশীর্বাদ করিয়াছেন।

শনিবার, 15 জুন, 2024

১ বংশাবলি ২৯:১১হে সদাপ্রভু, মহত্ত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই; কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার; হে সদাপ্রভু, রাজ্য তোমারই, এবং তুমি সকলের মস্তকরূপে উন্নত।

শুক্রবার, 14 জুন, 2024

২ করিন্থীয় ১০:১৭-১৮তবে ‘‘যে শ্লাঘা করে, সে প্রভুতেই শ্লাঘা করুক;” কেননা আপনার প্রশংসা যে করে, সে নয়, কিন্তু প্রভু যাহার প্রশংসা করেন, সেই পরীক্ষাসিদ্ধ।

বৃহষ্পতিবার, 13 জুন, 2024

গীত ১০৮:৫হে ঈশ্বর, আকাশমণ্ডলের উপরে উন্নত হও;
সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হউক।

বুধবার, 12 জুন, 2024

১ পিতর ৫:৬অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন।

মঙ্গলবার, 11 জুন, 2024

২ করিন্থীয় ৭:১অতএব, প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।

সোমবার, 10 জুন, 2024

হিতোপ ৪:২০-২১বৎস, আমার বাক্যে অবধান কর,
আমার কথায় কর্ণপাত কর।
তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হউক,
তোমার হৃদয়মধ্যে তাহা রাখ।

রবিবার, 9 জুন, 2024

যোয়েল ২:১২কিন্তু, সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইস।

শনিবার, 8 জুন, 2024

মথি ৪:১৭সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন; বলিতে লাগিলেন, ‘মন ফিরাও, কেননা স্বর্গ-রাজ্য সন্নিকট হইল’।

শুক্রবার, 7 জুন, 2024

গীত ১৯:৮সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক;
সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক।

বৃহষ্পতিবার, 6 জুন, 2024

যোহন ১৫:১২আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম কর, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি।

বুধবার, 5 জুন, 2024

ফিলিপীয় ৪:৫তোমাদের শান্ত ভাব মনুষ্যমাত্রের বিদিত হউক। প্রভু নিকটবর্তী।

মঙ্গলবার, 4 জুন, 2024

হিতোপ ১:২৩তোমরা আমার অনুযোগে ফির;
দেখ, আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব,
আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব।

সোমবার, 3 জুন, 2024

গালাতীয় ৫:২২-২৩কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়দমন; এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই।

রবিবার, 2 জুন, 2024

২ তীমথিয় ১:৭কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন।

শনিবার, 1 জুন, 2024

গীত ৬৮:৬ঈশ্বর সঙ্গীহীনদিগকে পরিবার মধ্যে বাস করান,
তিনি বন্দিগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন;
কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে।

আজকের জন্য বাইবেল পদ

আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। দেখ, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন