DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

জুন 2025

সোমবার, 30 জুন, 2025

গীত ৯৪:১৮যখন আমি বলিতাম, আমার চরণ বিচলিত হইল,
তখন, হে সদাপ্রভু, তোমার দয়া আমাকে সুস্থির রাখিত।

রবিবার, 29 জুন, 2025

১ যোহন ১:৭কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে।

শনিবার, 28 জুন, 2025

মীখা ৭:৭কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব; আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন।

শুক্রবার, 27 জুন, 2025

যিরমিয় ১৭:১৪হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর, তাহাতে আমি সুস্থ হইব; আমাকে পরিত্রাণ কর, তাহাতে আমি পরিত্রাণ পাইব, কেননা তুমি আমার প্রশংসা-ভূমি।

বৃহষ্পতিবার, 26 জুন, 2025

মথি ১৮:১৫আর যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোন অপরাধ করে, তবে যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাক, তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দেও। যদি সে তোমার কথা শুনে, তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে।

বুধবার, 25 জুন, 2025

রোমীয় ১২:২১তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় কর।

মঙ্গলবার, 24 জুন, 2025

গীত ১৪৩:১সদাপ্রভু, আমার প্রার্থনা শুন;
আমার বিনতিতে কর্ণপাত কর;
তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দেও।

সোমবার, 23 জুন, 2025

মথি ২১:২২আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচ্ঞা করিবে, সেই সকলই পাইবে।

রবিবার, 22 জুন, 2025

যাকোব ১:৫যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ঞা করুক; তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না; তাহাকে দত্ত হইবে।

শনিবার, 21 জুন, 2025

যিশাইয় ৪০:৮তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ্নান হইয়া পড়ে,
কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে।

শুক্রবার, 20 জুন, 2025

রোমীয় ২:১অতএব, হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার পথ নাই; কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাক, সেই বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাক; কেননা তুমি যে বিচার করিতেছ, তুমি সেই মত আচরণ করিয়া থাক।

বৃহষ্পতিবার, 19 জুন, 2025

২ শমূয়েল ৭:২২অতএব, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান; কারণ তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমরা স্বকর্ণে যাহা যাহা শুনিয়াছি, তদনুসারে ইহা জানি।

বুধবার, 18 জুন, 2025

গীত ২৭:১৪সদাপ্রভুর অপেক্ষায় থাক;
সাহস কর, তোমার অন্তঃকরণ সবল হউক;
হাঁ, সদাপ্রভুরই অপেক্ষায় থাক।

মঙ্গলবার, 17 জুন, 2025

ফিলিপীয় ১:২১কেননা আমার পক্ষে জীবন খ্রীষ্ট, এবং মরণ লাভ।

সোমবার, 16 জুন, 2025

রোমীয় ৮:২৫কিন্তু আমরা যাহা দেখিতে না পাই, তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি।

রবিবার, 15 জুন, 2025

হিতোপ ১০:১জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক,
কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক।

শনিবার, 14 জুন, 2025

যোহন ১৪:২আমার পিতার বাটীতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত, তোমাদিগকে বলিতাম; কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি।

শুক্রবার, 13 জুন, 2025

মার্ক ৮:৩৫কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে; কিন্তু যে কেহ আমার এবং সুসমাচারের নিমিত্ত আপন প্রাণ হারায়, সে তাহা রক্ষা করিবে।

বৃহষ্পতিবার, 12 জুন, 2025

গীত ৯:১০যাহারা তোমার নাম জানে,
তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে;
কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই।

বুধবার, 11 জুন, 2025

মথি ৯:১৩কিন্তু তোমরা গিয়া শিক্ষা কর, এই বচনের মর্ম কি, ‘‘আমি দয়াই চাই, বলিদান নয়”; কেননা আমি ধার্মিকদিগকে নয়, কিন্তু পাপীদিগকে ডাকিতে আসিয়াছি।

মঙ্গলবার, 10 জুন, 2025

উপ ৭:২০এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই, যে সৎকর্ম করে, পাপ করে না।

সোমবার, 9 জুন, 2025

হিতোপ ১৫:২৩মানুষ আপন মুখের উত্তরে আনন্দ পায়;
আর যথাকালে কথিত বাক্য কেমন উত্তম।

রবিবার, 8 জুন, 2025

প্রেরিত্‌ ৪:৩১তাঁহারা প্রার্থনা করিলে, যে স্থানে তাঁহারা সমবেত হইয়াছিলেন, সেই স্থান কাঁপিয়া উঠিল; এবং তাঁহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন।

শনিবার, 7 জুন, 2025

গালাতীয় ৩:৫বল দেখি, যিনি তোমাদিগকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম-কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন? না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন?

শুক্রবার, 6 জুন, 2025

গীত ২৭:১সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ,
আমি কাহা হইতে ভীত হইব?
সদাপ্রভু আমার জীবন-দুর্গ,
আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?

বৃহষ্পতিবার, 5 জুন, 2025

২ করিন্থীয় ১৩:১১অবশেষে বলি, হে ভ্রাতৃগণ, আনন্দ কর, পরিপক্ব হও, আশ্বাস গ্রহণ কর, একভাববিশিষ্ট হও, শান্তিতে থাক; তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন।

বুধবার, 4 জুন, 2025

রোমীয় ২:১২কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থাবিহীন অবস্থায় তাহাদের বিনাশও ঘটিবে; আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা যাইবে।

মঙ্গলবার, 3 জুন, 2025

হিতোপ ১৯:২১মানুষের মনে অনেক সঙ্কল্প হয়,
কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে।

সোমবার, 2 জুন, 2025

মথি ৬:৬কিন্তু তুমি যখন প্রার্থনা কর, তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা, যিনি গোপনে বর্তমান, তাঁহার নিকটে প্রার্থনা করিও; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন।

রবিবার, 1 জুন, 2025

কলসীয় ৪:২তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাক, ধন্যবাদ সহকারে এই বিষয়ে জাগিয়া থাক।

আজকের জন্য বাইবেল পদ

বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি নিজে কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি।

র‌্যানড্ম বাইবেল পদ

আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত কর; তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন; তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও?পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন