DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

জুলাই 2025

বৃহষ্পতিবার, 31 জুলাই, 2025

যোহন ৩:৬মাংস হইতে যাহা জাত, তাহা মাংসই; আর আত্মা হইতে যাহা জাত, তাহা আত্মাই।

বুধবার, 30 জুলাই, 2025

গীত ৩৪:৮আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়;
ধন্য সেই ব্যক্তি, যে তাঁহার শরণাপন্ন।

মঙ্গলবার, 29 জুলাই, 2025

কলসীয় ৩:২৩-২৪যাহা কিছু কর, প্রাণের সহিত কার্য কর, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া কর; কেননা তোমরা জান, প্রভু হইতে তোমরা দায়াধিকাররূপ প্রতিদান পাইবে।

সোমবার, 28 জুলাই, 2025

উপ ৯:৭তুমি যাও, আনন্দপূর্বক তোমার খাদ্য ভোজন কর, হৃষ্টচিত্তে তোমার দ্রাক্ষারস পান কর, কেননা ঈশ্বর পূর্ব কাল হইতে তোমার কর্ম সকল গ্রাহ্য করিয়া আসিতেছেন।

রবিবার, 27 জুলাই, 2025

১ শমূয়েল ২:২সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহ নাই,
তুমি ব্যতীত আর কেহ নাই,
আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই।

শনিবার, 26 জুলাই, 2025

রোমীয় ৮:১৯কেননা সৃষ্টির ঐকান্তিক প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করিতেছে।

শুক্রবার, 25 জুলাই, 2025

১ করিন্থীয় ২:৯কিন্তু, যেমন লেখা আছে,
‘‘চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই,
এবং মনুষ্যের হৃদয়াকাশে যাহা উঠে নাই,
যাহা ঈশ্বর, যাহারা তাঁহাকে প্রেম করে,
তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন।”

বৃহষ্পতিবার, 24 জুলাই, 2025

গীত ৩৪:১৭-১৮ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন,
তাহাদের সকল সঙ্কট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন।
সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী,
তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন।

বুধবার, 23 জুলাই, 2025

ফিলিপীয় ৪:২০আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগপর্যায়ের যুগে যুগে হউক। আমেন।

মঙ্গলবার, 22 জুলাই, 2025

রোমীয় ১২:৯প্রেম নিষ্কপট হউক। যাহা মন্দ, তাহা নিতান্তই ঘৃণা কর; যাহা ভাল, তাহাতে আসক্ত হও।

সোমবার, 21 জুলাই, 2025

মথি ৫:৮ধন্য যাহারা নির্মলান্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে।

রবিবার, 20 জুলাই, 2025

মথি ৫:১৭মনে করিও না যে, আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি; আমি তাহা লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি।

শনিবার, 19 জুলাই, 2025

দ্বিতীয় বিবরণ ৬:১৭তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আদিষ্ট আজ্ঞা, প্রমাণ বাক্য ও বিধি সকল যত্নপূর্বক পালন করিবে।

শুক্রবার, 18 জুলাই, 2025

গীত ১৪৬:৮সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন;
সদাপ্রভু অবনতদিগকে উত্থাপন করেন;
সদাপ্রভু ধার্মিকদিগকে প্রেম করেন।

বৃহষ্পতিবার, 17 জুলাই, 2025

১ যোহন ৪:৮যে প্রেম করে না, সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম।

বুধবার, 16 জুলাই, 2025

১ করিন্থীয় ১৬:১৪তোমাদের সকল কার্য প্রেমে হউক।

মঙ্গলবার, 15 জুলাই, 2025

হিতোপ ৪:২৭দক্ষিণে কি বামে ফিরিও না,
মন্দ হইতে চরণ নিবৃত্ত কর।

সোমবার, 14 জুলাই, 2025

২ করিন্থীয় ৬:১৪তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোঁয়ালিতে বদ্ধ হইও না; কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা?

রবিবার, 13 জুলাই, 2025

মথি ৭:১তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও।

শনিবার, 12 জুলাই, 2025

গীত ৩৭:৭সদাপ্রভুর নিকটে নীরব হও, তাঁহার অপেক্ষায় থাক;
যে আপন পথে কৃতকার্য হয়,
তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসঙ্কল্প করে,
তাহার বিষয়ে রুষ্ট হইও না।

শুক্রবার, 11 জুলাই, 2025

লূক ১:৩৭কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না।

বৃহষ্পতিবার, 10 জুলাই, 2025

রোমীয় ৮:৩১এই সকল বিষয়ে আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?

বুধবার, 9 জুলাই, 2025

হিতোপ ৯:১০সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ,
পবিত্রতম-বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।

মঙ্গলবার, 8 জুলাই, 2025

প্রেরিত্‌ ১৭:৩০ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মনপরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন।

সোমবার, 7 জুলাই, 2025

১ করিন্থীয় ১০:২৩সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই বিধেয়, কিন্তু সকলই যে গাঁথিয়া তুলে, তাহা নয়।

রবিবার, 6 জুলাই, 2025

গীত ৩১:৩কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ;
অতএব তোমার নামের অনুরোধে
আমাকে পথ দেখাইয়া গমন করাও।

শনিবার, 5 জুলাই, 2025

যোহন ৩:৫যীশু উত্তর করিলেন, সত্য সত্য, আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না।

শুক্রবার, 4 জুলাই, 2025

মথি ১৬:২৭কেননা মনুষ্যপুত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তাহার ক্রিয়ানুসারে প্রতিফল দিবেন।

বৃহষ্পতিবার, 3 জুলাই, 2025

যিশাইয় ৪১:৪এই সকল কাহার কৃত, কাহার সাধিত? কে বংশ পরমপরাকে আদি অবধি আহ্বান করেন? আমি সদাপ্রভু আদি, এবং সেই আমি শেষকালীন লোকদের সহবর্তী।

বুধবার, 2 জুলাই, 2025

প্রকাশিত বাক্য ২২:১২দেখ, আমি শীঘ্র আসিতেছি; এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য, তাহাকে তেমন ফল দিব।

মঙ্গলবার, 1 জুলাই, 2025

২ তীমথিয় ২:১১এই কথা বিশ্বাসনীয়;
কারণ আমরা যদি তাঁহার সহিত মরিয়া থাকি, তাঁহার সহিত জীবিতও হইব।

আজকের জন্য বাইবেল পদ

বরং আমার নিজ দেহকে প্রহার করিয়া দাসত্বে রাখিতেছি, পাছে অন্য লোকদের কাছে প্রচার করিবার পর আমি নিজে কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি।

র‌্যানড্ম বাইবেল পদ

শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি; জগৎ যেরূপ দান করে, আমি সেইরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক, ভীতও না হউক।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন