DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আগস্ট 2025

রবিবার, 31 আগস্ট, 2025

যাকোব ৩:১৬কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে।

শনিবার, 30 আগস্ট, 2025

১ করিন্থীয় ৬:১২সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না।

শুক্রবার, 29 আগস্ট, 2025

হিতোপ ১১:৩সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে;
কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে।

বৃহষ্পতিবার, 28 আগস্ট, 2025

যোহন ৮:৩৪যীশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে, সে পাপের দাস।

বুধবার, 27 আগস্ট, 2025

দ্বিতীয় বিবরণ ১৩:৪তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুরই অনুগামী হও, তাঁহাকেই ভয় কর, তাঁহারই আজ্ঞা পালন কর, তাঁহারই রবে অবধান কর, তাঁহারই সেবা কর, ও তাঁহাতেই আসক্ত থাক।

মঙ্গলবার, 26 আগস্ট, 2025

গীত ১১৯:৯৩আমি তোমার নিদেশমালা কখনও ভুলিয়া যাইব না,
কারণ তদ্দ্বারা তুমি আমাকে সঞ্জীবিত করিয়াছ।

সোমবার, 25 আগস্ট, 2025

প্রেরিত্‌ ১০:৪৭তখন পিতর উত্তর করিলেন, এই যে লোকেরা আমাদেরই ন্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হইয়াছেন, কেহ কি জল নিবারণ করিয়া উহাদের বাপ্তাইজিত হইবার বাধা দিতে পারে?

রবিবার, 24 আগস্ট, 2025

রোমীয় ১২:১১যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব কর।

শনিবার, 23 আগস্ট, 2025

গীত ৩৯:১২হে সদাপ্রভু, আমার প্রার্থনা শ্রবণ কর,
আমার আর্তনাদে কর্ণ দেও,
আমার অশ্রুপাতে নীরব থাকিও না;
কেননা আমি তোমার কাছে বিদেশী,
আমার সমস্ত পিতৃলোকের ন্যায় প্রবাসী।

শুক্রবার, 22 আগস্ট, 2025

রোমীয় ৫:৬কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম, তখন খ্রীষ্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মৃত্যুবরণ করিলেন।

বৃহষ্পতিবার, 21 আগস্ট, 2025

হোশেয় ১৪:৯জ্ঞানবান কে? সে এই সকল বুঝিবে;
বুদ্ধিমান কে? সে এই সকল জ্ঞাত হইবে;
কেননা সদাপ্রভুর পথ সকল সরল
এবং ধার্মিকগণ সেই সকল পথে চলে,
কিন্তু অধর্মাচারিগণ সেই সব পথে উছোট খায়।

বুধবার, 20 আগস্ট, 2025

দানিয়েল ২:২২তিনিই গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন, অন্ধকারে যাহা আছে, তাহা তিনি জানেন,
এবং তাঁহার কাছে জ্যোতি বাস করেন।

মঙ্গলবার, 19 আগস্ট, 2025

যোহন ৮:১২যীশু আবার লোকদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি; যে আমার পশ্চাৎ আইসে, সে কোন মতে অন্ধকারে চলিবে না।

সোমবার, 18 আগস্ট, 2025

যোহন ১:৫আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না।

রবিবার, 17 আগস্ট, 2025

গীত ৪৪:৩কেননা তাঁহারা আপনাদের খড়্‌গ দ্বারা দেশ অধিকার করেন নাই,
তাঁহাদের নিজ বাহু তাঁহাদিগকে নিস্তার করে নাই;
কিন্তু তব দক্ষিণ হস্ত,
তব বাহু ও তব মুখের প্রসন্নতা তাহা করিয়াছিল,
কারণ তাঁহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল।

শনিবার, 16 আগস্ট, 2025

মথি ২০:২৮যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে, এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।

শুক্রবার, 15 আগস্ট, 2025

২ করিন্থীয় ৯:৭প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালবাসেন।

বৃহষ্পতিবার, 14 আগস্ট, 2025

যিশাইয় ১:১৭সদাচরণ শিক্ষা কর, ন্যায়বিচারের অনুশীলন কর, উপদ্রবী লোককে শাসন কর, পিতৃহীন লোকের বিচার নিষপত্তি কর, বিধবার পক্ষ সমর্থন কর।

বুধবার, 13 আগস্ট, 2025

১ করিন্থীয় ৭:২কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক, এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক।

মঙ্গলবার, 12 আগস্ট, 2025

আদিপুস্তক ২:১৮আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভাল নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি।

সোমবার, 11 আগস্ট, 2025

গীত ১১৯:১৩০তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে,
তাহা অমায়িকদিগকে বুদ্ধিমান করে।

রবিবার, 10 আগস্ট, 2025

রোমীয় ৬:২২কিন্তু এখন পাপ হইতে স্বাধীনীকৃত হইয়া এবং ঈশ্বরের দাস হইয়া তোমরা পবিত্রতার জন্য ফল পাইতেছ, এবং তাহার পরিণাম অনন্ত জীবন।

শনিবার, 9 আগস্ট, 2025

মথি ২৪:৪৪এই জন্য তোমরাও প্রস্তুত থাক, কেননা যে দণ্ড তোমরা মনে করিবে না, সেই দণ্ডে মনুষ্যপুত্র আসিবেন।

শুক্রবার, 8 আগস্ট, 2025

হিতোপ ২২:৪নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার হইল
ধন, সম্মান ও জীবন।

বৃহষ্পতিবার, 7 আগস্ট, 2025

যোহন ১৪:৬যীশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না।

বুধবার, 6 আগস্ট, 2025

১ যোহন ২:১৭আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।

মঙ্গলবার, 5 আগস্ট, 2025

গীত ৩২:৮আমি তোমাকে বুদ্ধি দিব, ও তোমার গন্তব্য পথ দেখাইব,
তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব।

সোমবার, 4 আগস্ট, 2025

যাকোব ১:২২আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না।

রবিবার, 3 আগস্ট, 2025

যিহোশূয় ২৪:২৪তখন লোকেরা যিহোশূয়কে কহিল, আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুরই সেবা করিব, ও তাঁহার রবে কর্ণপাত করিব।

শনিবার, 2 আগস্ট, 2025

হিতোপ ১৫:৪স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ;
কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়।

শুক্রবার, 1 আগস্ট, 2025

১ করিন্থীয় ২:১০কারণ আমাদের কাছে ঈশ্বর তাঁহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন।

আজকের জন্য বাইবেল পদ

তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাক; তোমাদের বিপক্ষ দিয়াবল, গর্জনকারী সিংহের ন্যায়, কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে।

র‌্যানড্ম বাইবেল পদ

আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস কর, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন