বুধবার, 31 ডিসেম্বর, 2014
প্রভু সদাপ্রভুই আমার বল,তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন,
তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন।
মঙ্গলবার, 30 ডিসেম্বর, 2014
আর যদি জানি যে, আমরা যাহা যাচ্ঞা করি, তিনি তাহা শুনেন তবে ইহাও জানি যে, আমরা তাঁহার কাছে যাহা যাচ্ঞা করিয়াছি সেই সকল পাইয়াছি।সোমবার, 29 ডিসেম্বর, 2014
বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও,সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না।
রবিবার, 28 ডিসেম্বর, 2014
শনিবার, 27 ডিসেম্বর, 2014
কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে?আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে?
বৃহষ্পতিবার, 25 ডিসেম্বর, 2014
তাঁহারা সেই স্থানে আছেন, এমন সময়ে মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল। আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন, এবং তাঁহাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাঁহাদের জন্য স্থান ছিল না।বুধবার, 24 ডিসেম্বর, 2014
মঙ্গলবার, 23 ডিসেম্বর, 2014
হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছ। কিন্তু তোমাদের প্রত্যেক জন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হউক।সোমবার, 22 ডিসেম্বর, 2014
রবিবার, 21 ডিসেম্বর, 2014
পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা কর; প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি কর।শনিবার, 20 ডিসেম্বর, 2014
সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহ নাই,তুমি ব্যতীত আর কেহ নাই,
আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই।
বৃহষ্পতিবার, 18 ডিসেম্বর, 2014
বুধবার, 17 ডিসেম্বর, 2014
আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিম্বা পথে চলিবার সময়ে এবং শয়ন কিম্বা গাত্রোত্থান কালে ঐ সমস্ত বিষয়ে কথোপকথন করিবে।মঙ্গলবার, 16 ডিসেম্বর, 2014
একজন এক দিন হইতে অন্য দিন অধিক মান্য করে; আর একজন সকল দিনকেই সমানরূপে মান্য করে; প্রত্যেক ব্যক্তি আপন আপন মনে সুনিশ্চিত হউক।সোমবার, 15 ডিসেম্বর, 2014
রবিবার, 14 ডিসেম্বর, 2014
স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। দেখ, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে।শুক্রবার, 12 ডিসেম্বর, 2014
হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর,আমার অন্তঃকরণ জ্ঞাত হও;
আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও;
আর দেখ, আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না,
এবং সনাতন পথে আমাকে গমন করাও।