DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (সেপ্টেম্বর 2020)

বুধবার, 30 সেপ্টেম্বর, 2020

যোহন ১৬:৭তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে, সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না; কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাঁহাকে পাঠাইয়া দিব।

মঙ্গলবার, 29 সেপ্টেম্বর, 2020

গীত ১১৯:৯যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে?
তোমার বাক্যানুসারে সাবধান হইয়াই করিবে।

সোমবার, 28 সেপ্টেম্বর, 2020

২ তীমথিয় ২:১৫তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন কর; এমন কার্যকারী হও, যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিতে জানে।

রবিবার, 27 সেপ্টেম্বর, 2020

গণনা পুস্তক ৬:২৪-২৬সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন, ও তোমাকে রক্ষা করুন;
সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন, ও তোমাকে অনুগ্রহ করুন;
সদাপ্রভু তোমার প্রতি নিজ মুখ উত্তোলন করুন, ও তোমাকে শান্তি দান করুন।

শনিবার, 26 সেপ্টেম্বর, 2020

হিতোপ ২৪:১৪জানিও, তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ;
তাহা পাইলে শেষ ফল হইবে,
তোমার আশা ছিন্ন হইবে না।

শুক্রবার, 25 সেপ্টেম্বর, 2020

রোমীয় ৮:২৮আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাঁহার সঙ্কল্প অনুসারে আহূত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে।

বৃহষ্পতিবার, 24 সেপ্টেম্বর, 2020

কলসীয় ১:১৩-১৪তিনিই আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন; ইঁহাতেই আমরা মুক্তি, পাপের মোচন, প্রাপ্ত হইয়াছি।

বুধবার, 23 সেপ্টেম্বর, 2020

গীত ৩৩:২২সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্তুক,
কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি।

মঙ্গলবার, 22 সেপ্টেম্বর, 2020

১ যোহন ৪:১৮প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে, সে প্রেমে সিদ্ধ হয় নাই।

সোমবার, 21 সেপ্টেম্বর, 2020

লূক ১৮:২৭তিনি কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য, তাহা ঈশ্বরের সাধ্য।

রবিবার, 20 সেপ্টেম্বর, 2020

বিলাপ ৩:২৪আমার প্রাণ বলে, সদাপ্রভুই আমার অধিকার;
এই জন্য আমি তাঁহাতে প্রত্যাশা করিব।

শনিবার, 19 সেপ্টেম্বর, 2020

যিহিষ্কেল ২০:১৯-২০আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমারই বিধিপথে চল, ও আমারই শাসনকলাপ রক্ষা কর, পালন কর; আর আমার বিশ্রামদিন পবিত্র কর, তাহাই আমার ও তোমাদের মধ্যে চিহ্নস্বরূপ হইবে, যেন তোমরা জানিতে পার যে, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু।

শুক্রবার, 18 সেপ্টেম্বর, 2020

ইব্রীয় ১২:১১কোন শাসনই আপাততঃ আনন্দের বিষয় বোধ হয় না; কিন্তু দুঃখের বিষয় বোধ হয়, তথাপি তদ্দ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদিগকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে।

বৃহষ্পতিবার, 17 সেপ্টেম্বর, 2020

হিতোপ ১৩:১০অহঙ্কারে কেবল বিবাদ উৎপন্ন হয়;
কিন্তু যাহারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাহাদের সহবর্তী।

বুধবার, 16 সেপ্টেম্বর, 2020

যোহন ১৫:১৮জগৎ যদি তোমাদিগকে দ্বেষ করে, তোমরা ত জান, সে তোমাদের অগ্রে আমাকে দ্বেষ করিয়াছে।

মঙ্গলবার, 15 সেপ্টেম্বর, 2020

১ করিন্থীয় ১৬:১৩তোমরা জাগিয়া থাক, বিশ্বাসে দাঁড়াইয়া থাক, বীরত্ব দেখাও, বলবান হও।

সোমবার, 14 সেপ্টেম্বর, 2020

গীত ৩৪:৬এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন,
ইহাকে সকল সঙ্কট হইতে নিস্তার করিলেন।

রবিবার, 13 সেপ্টেম্বর, 2020

লূক ৬:৩৩আর যাহারা তোমাদের উপকার করে, যদি তাহাদের উপকার কর, তবে তোমরা কিরূপ সাধুবাদ পাইতে পার?

শনিবার, 12 সেপ্টেম্বর, 2020

১ পিতর ১:৮-৯তোমরা তাঁহাকে না দেখিয়াও প্রেম করিতেছ; এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাঁহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ, এবং তোমাদের বিশ্বাসের পরিণাম, অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ।

শুক্রবার, 11 সেপ্টেম্বর, 2020

গীত ৩১:১৬তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর,
তোমার দয়াতে আমাকে পরিত্রাণ কর।

বৃহষ্পতিবার, 10 সেপ্টেম্বর, 2020

যোয়েল ২:১৩আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন।

বুধবার, 9 সেপ্টেম্বর, 2020

যোহন ৮:৪৪তোমরা তোমাদের পিতা দিয়াবলের, এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা; সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে, তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা।

মঙ্গলবার, 8 সেপ্টেম্বর, 2020

হিতোপ ৪:২৪মুখের কুটিলতা আপনা হইতে অন্তর কর,
ওষ্ঠাধরের বক্রতা আপনা হইতে দূর কর।

সোমবার, 7 সেপ্টেম্বর, 2020

ফিলিপীয় ৩:২০কারণ আমরা স্বর্গপুরীর প্রজা; আর তথা হইতে আমরা ত্রাণকর্তার, প্রভু যীশু খ্রীষ্টের, আগমন প্রতীক্ষা করিতেছি।

রবিবার, 6 সেপ্টেম্বর, 2020

মথি ৫:৬ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে।

শনিবার, 5 সেপ্টেম্বর, 2020

গীত ৬২:১আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে,
তাঁহা হইতেই আমার পরিত্রাণ।

শুক্রবার, 4 সেপ্টেম্বর, 2020

মার্ক ১:১৫কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল;
তোমরা মন ফিরাও, ও সুসমাচারে বিশ্বাস কর।

বৃহষ্পতিবার, 3 সেপ্টেম্বর, 2020

১ করিন্থীয় ১৩:১যদি আমি মনুষ্যদের, এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝম্‌ঝম্‌কারী করতাল হইয়া পড়িয়াছি।

বুধবার, 2 সেপ্টেম্বর, 2020

গীত ১১৯:২ধন্য তাহারা, যাহারা তাঁহার সাক্ষ্যকলাপ পালন করে;
যাহারা সর্বান্তঃকরণে তাঁহার অন্বেষণ করে।

মঙ্গলবার, 1 সেপ্টেম্বর, 2020

ফিলিপীয় ৪:৪তোমরা প্রভুতে সর্বদা আনন্দ কর; পুনরায় বলিব, আনন্দ কর।

আজকের জন্য বাইবেল পদ

কিন্তু বিচার জলবৎ প্রবাহিত হউক, ধার্মিকতা চিরপ্রবহমান স্রোতের ন্যায় বহুক।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন