DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (অক্টোবর 2021)

রবিবার, 31 অক্টোবর, 2021

ফিলিপীয় ৪:৫তোমাদের শান্ত ভাব মনুষ্যমাত্রের বিদিত হউক। প্রভু নিকটবর্তী।

শনিবার, 30 অক্টোবর, 2021

গীত ৯৪:১৯আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে
তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।

শুক্রবার, 29 অক্টোবর, 2021

ইব্রীয় ৪:১৬অতএব আইস, আমরা সাহসপূর্বক অনুগ্রহ-সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি, এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই।

বৃহষ্পতিবার, 28 অক্টোবর, 2021

কলসীয় ৩:১৪আর এই সকলের উপরে প্রেম পরিধান কর; তাহাই সিদ্ধির যোগবন্ধন।

বুধবার, 27 অক্টোবর, 2021

যিশাইয় ৪১:১০ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব; আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব।

মঙ্গলবার, 26 অক্টোবর, 2021

মথি ৭:১তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও।

সোমবার, 25 অক্টোবর, 2021

ইফিষীয় ৬:১২কেননা রক্তমাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে।

রবিবার, 24 অক্টোবর, 2021

গীত ১৩৯:৭-৮আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব?
তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব?
যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি;
যদি পাতালে শয্যা পাতি, দেখ, সেখানেও তুমি।

শনিবার, 23 অক্টোবর, 2021

প্রেরিত্‌ ৪:১২আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই; কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে।

শুক্রবার, 22 অক্টোবর, 2021

মথি ১৯:১৪কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না; কেননা স্বর্গ-রাজ্য এই মত লোকদেরই।

বৃহষ্পতিবার, 21 অক্টোবর, 2021

হিতোপ ১২:২৫মনুষ্যের মনোব্যথা মনকে নত করে;
কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে।

বুধবার, 20 অক্টোবর, 2021

মথি ৪:১৯তিনি তাঁহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইস।

মঙ্গলবার, 19 অক্টোবর, 2021

দ্বিতীয় বিবরণ ৫:১১তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না, কেননা যে কেহ তাঁহার নাম অনর্থক লয়, সদাপ্রভু তাহাকে নির্দোষ করিবেন না।

সোমবার, 18 অক্টোবর, 2021

গীত ১০৩:১৩পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন,
যাহারা সদাপ্রভুকে ভয় করে,
তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন।

রবিবার, 17 অক্টোবর, 2021

১ যোহন ৪:১২ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই; যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন, এবং তাঁহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়।

শনিবার, 16 অক্টোবর, 2021

রোমীয় ১২:১০ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও; সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর।

শুক্রবার, 15 অক্টোবর, 2021

হিতোপ ১০:৯যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে,
কিন্তু কুটিলাচারীকে চেনা যাইবে।

বৃহষ্পতিবার, 14 অক্টোবর, 2021

মথি ৬:৩-৪কিন্তু তুমি যখন দান কর, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে, তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এইরূপে তোমার দান যেন গোপনে হয়; তাহাতে তোমার পিতা, যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন।

বুধবার, 13 অক্টোবর, 2021

যোহন ১২:২৬কেহ যদি আমার পরিচর্যা করে, তবে সে আমার পশ্চাদ্‌গামী হউক; তাহাতে আমি যেখানে থাকি, আমার পরিচারকও সেখানে থাকিবে; কেহ যদি আমার পরিচর্যা করে, তবে পিতা তাহার সম্মান করিবেন।

মঙ্গলবার, 12 অক্টোবর, 2021

গীত ২৪:১০সেই প্রতাপের রাজা কে?
বাহিনীগণের সদাপ্রভু, তিনিই প্রতাপের রাজা। সেলা

সোমবার, 11 অক্টোবর, 2021

যোয়েল ২:১২কিন্তু, সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইস।

রবিবার, 10 অক্টোবর, 2021

মথি ৪:১৭সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন; বলিতে লাগিলেন, ‘মন ফিরাও, কেননা স্বর্গ-রাজ্য সন্নিকট হইল’।

শনিবার, 9 অক্টোবর, 2021

হিতোপ ২১:৩ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান
সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য।

শুক্রবার, 8 অক্টোবর, 2021

১ করিন্থীয় ১০:২৩সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই বিধেয়, কিন্তু সকলই যে গাঁথিয়া তুলে, তাহা নয়।

বৃহষ্পতিবার, 7 অক্টোবর, 2021

যিহিষ্কেল ১৮:৩২কারণ যে মরে, তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন; অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচ।

বুধবার, 6 অক্টোবর, 2021

গীত ৪৪:৩কেননা তাঁহারা আপনাদের খড়্‌গ দ্বারা দেশ অধিকার করেন নাই,
তাঁহাদের নিজ বাহু তাঁহাদিগকে নিস্তার করে নাই;
কিন্তু তব দক্ষিণ হস্ত,
তব বাহু ও তব মুখের প্রসন্নতা তাহা করিয়াছিল,
কারণ তাঁহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল।

মঙ্গলবার, 5 অক্টোবর, 2021

২ করিন্থীয় ৯:৮আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ; যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়।

সোমবার, 4 অক্টোবর, 2021

দ্বিতীয় বিবরণ ৫:৩৩তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন, সেই সমস্ত পথে চলিবে; যেন তোমরা বাঁচিতে পার ও তোমাদের মঙ্গল হয়, এবং যে দেশ তোমরা অধিকার করিবে, তথায় তোমাদের দীর্ঘ পরমায়ু হয়।

রবিবার, 3 অক্টোবর, 2021

হিতোপ ৩১:৯তোমার মুখ খোল, ন্যায় বিচার কর,
দুঃখী ও দরিদ্রের বিচার কর।

শনিবার, 2 অক্টোবর, 2021

১ থিষলনীকীয় ৫:২৪যিনি তোমাদিগকে আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই তাহা করিবেন।

শুক্রবার, 1 অক্টোবর, 2021

১ করিন্থীয় ৬:১২সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না।

আজকের জন্য বাইবেল পদ

সেই প্রতাপের রাজা কে?
বাহিনীগণের সদাপ্রভু, তিনিই প্রতাপের রাজা। সেলা

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়; কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাঁহার অন্বেষণ করে, তিনি তাহাদের পুরস্কারদাতা।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন