DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

ন্যায়পরায়ণতা (3/5)

  • একটি পথ আছে, যাহা মানুষের দৃষ্টিতে সরল;
    কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ।
  • কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা, তিনিই আমাদিগকে পরিত্রাণ করিবেন।
  • আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরের উল্লাস করিবে; কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরোভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ-বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা-পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন।
  • ধার্মিকের ওষ্ঠাধর সন্তোষের বিষয় জানে,
    কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র।
  • সদাপ্রভু, আমি তোমারই শরণ লইয়াছি;
    আমাকে কখনও লজ্জিত হইতে দিও না;
    তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা কর।
  • তিনি আমাদের ‘‘পাপভার তুলিয়া লইয়া” আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই; ‘‘তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ”।
  • কিন্তু তোমরা গিয়া শিক্ষা কর, এই বচনের মর্ম কি, ‘‘আমি দয়াই চাই, বলিদান নয়”; কেননা আমি ধার্মিকদিগকে নয়, কিন্তু পাপীদিগকে ডাকিতে আসিয়াছি।
  • সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না।
  • বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলিয়াছেন, তোমরা যথার্থ বিচার কর, এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতার সহিত সদয় ও করুণার ব্যবহার কর; এবং বিধবা, পিতৃহীন, বিদেশী ও দুঃখী লোকদের প্রতি উপদ্রব করিও না, এবং তোমরা কেহ মনে মনে আপন ভ্রাতার অনিষ্ট চিন্তা করিও না।
  • তোমরা জগতের দীপ্তি; পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না।
  • সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্মশীল,
    আপনার সমস্ত কার্যে দয়াবান।
  • আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে থাকিবেন; কেননা সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর; ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার অপেক্ষা করে।
  • উপদ্রবকারীর প্রতি ঈর্ষা করিও না,
    আর তাহার কোন পথ মনোনীত করিও না;
    কেননা যে ব্যক্তি খল সে সদাপ্রভুর ঘৃণার পাত্র;
    কিন্তু সরলগণের সহিত তাঁহার ঘনিষ্টতা আছে।
  • ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে;
    কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে।
  • তখন পিতর মুখ খুলিয়া কহিলেন, আমি সত্যই বুঝিলাম, ঈশ্বর মুখাপেক্ষা করেন না; কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাঁহাকে ভয় করে ও ধর্মাচরণ করে, সে তাঁহার গ্রাহ্য হয়।
  • সদাপ্রভু মঙ্গলময় ও সরল,
    এই জন্য তিনি পাপীদিগকে পথ দেখান।
    তিনি নম্রদিগকে ন্যায়বিচারের পথে চালান,
    নম্রদিগকে আপন পথ দেখাইয়া দেন।
  • কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে।
  • অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশে সন্ধি লাভ করিয়াছি।
  • ধন্য তাহারা, যাহারা আচরণে সিদ্ধ,
    যাহারা সদাপ্রভুর ব্যবস্থা-পথে চলে।
  • বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও,
    সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না।
  • তিনি সরলদের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন,
    যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের ঢাল স্বরূপ।
  • দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কর;
    দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কর।
  • সদাপ্রভু, আমার প্রার্থনা শুন;
    আমার বিনতিতে কর্ণপাত কর;
    তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দেও।
  • কিন্তু যে না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে, সে অল্প প্রহারে প্রহারিত হইবে। আর যে কোন ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে, তাহার নিকটে অধিক দাবি করা যাইবে; এবং লোকে যাহার কাছে অধিক রাখিয়াছে, তাহার নিকটে অধিক চাহিবে।
  • কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাক, তোমাদের প্রতি ধার্মিকতা-সূর্য উদিত হইবেন, তাঁহার পক্ষপুট আরোগ্যদায়ক; এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে।

যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোন প্রাণী তাঁহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে।
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে,
কিন্তু কুটিলাচারীকে চেনা যাইবে।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

আর এই সকলের উপরে প্রেম পরিধান কর; তাহাই সিদ্ধির যোগবন্ধন।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন