DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

ন্যায়পরায়ণতা (2/5)

  • যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না; যে কোন জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন।
  • ধার্মিকের বিপদ অনেক,
    কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন।
  • ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপিগণ, হস্ত শুচি কর; হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ কর।
  • তোমার মুখ খোল, ন্যায় বিচার কর,
    দুঃখী ও দরিদ্রের বিচার কর।
  • অতএব তোমরা একজন অন্য জনের কাছে আপন আপন পাপ স্বীকার কর, ও একজন অন্য জনের নিমিত্ত প্রার্থনা কর, যেন সুস্থ হইতে পার। ধার্মিকের বিনতি কার্যসাধনে মহাশক্তিযুক্ত।
  • তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর;
    তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন,
    কখনও ধার্মিককে বিচলিত হইতে দিবেন না।
  • কিন্তু বিচার জলবৎ প্রবাহিত হউক, ধার্মিকতা চিরপ্রবহমান স্রোতের ন্যায় বহুক।
  • সদাচরণ শিক্ষা কর, ন্যায়বিচারের অনুশীলন কর, উপদ্রবী লোককে শাসন কর, পিতৃহীন লোকের বিচার নিষপত্তি কর, বিধবার পক্ষ সমর্থন কর।
  • কারণ ঈশ্বর-দেয় এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, ‘‘কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে”।
  • অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে,
    ন্যায় ও সমস্ত উত্তম পথ অবগত হইবে।
  • অতএব, হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার পথ নাই; কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাক, সেই বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাক; কেননা তুমি যে বিচার করিতেছ, তুমি সেই মত আচরণ করিয়া থাক।
  • হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর,
    আমার অন্তঃকরণ জ্ঞাত হও;
    আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও;
    আর দেখ, আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না,
    এবং সনাতন পথে আমাকে গমন করাও।
  • ধার্মিকতা জাতিকে উন্নত করে,
    কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ।
  • ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই।
  • হে মনুষ্য, যাহা ভাল, তাহা তিনি তোমাকে জানাইয়াছেন; বস্তুতঃ ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন?
  • কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে;
    তাহাদের বিনতির প্রতি তাঁহার কর্ণ আছে;
    কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল।
  • ধার্মিকতার সহিত অল্পও ভাল,
    তথাপি অন্যায়ের সহিত প্রচুর আয় ভাল নয়।
  • কেননা ধার্মিকতার নিমিত্ত, প্রত্যেক বিশ্বাসীর পক্ষে, খ্রীষ্টই ব্যবস্থার পরিণাম।
  • কোন শাসনই আপাততঃ আনন্দের বিষয় বোধ হয় না; কিন্তু দুঃখের বিষয় বোধ হয়, তথাপি তদ্দ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদিগকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে।
  • তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোঁয়ালিতে বদ্ধ হইও না; কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা?
  • কিন্তু এখন ব্যবস্থা ব্যতিরেকেই ঈশ্বর-দেয় ধার্মিকতা প্রকাশিত হইয়াছে, আর ব্যবস্থা ও ভাববাদিগণ কর্তৃক তাহার পক্ষে সাক্ষ্য দেওয়া হইতেছে। ঈশ্বর-দেয় সেই ধার্মিকতা যীশু খ্রীষ্টে বিশ্বাস দ্বারা যাহারা বিশ্বাস করে, তাহাদের সকলের প্রতি বর্তে- কারণ প্রভেদ নাই।
  • মুখ দ্বারা পাষণ্ড আপন প্রতিবাসীকে নষ্ট করে;
    কিন্তু জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়।
  • কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা, তিনিই আমাদিগকে পরিত্রাণ করিবেন।
  • তিনি ধার্মিকতা ও ন্যায়বিচার ভালবাসেন;
    পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ।
  • সদাপ্রভু, আমি তোমারই শরণ লইয়াছি;
    আমাকে কখনও লজ্জিত হইতে দিও না;
    তোমার ধর্মশীলতায় আমাকে রক্ষা কর।

একটি পথ আছে, যাহা মানুষের দৃষ্টিতে সরল;
কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ।
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

অজ্ঞান আপন পিতার শাসন অগ্রাহ্য করে;
কিন্তু যে অনুযোগ মানে, সেই সতর্ক হয়।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব,
তখনও অমঙ্গলের ভয় করিব না,
কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ,
তোমার পাঁচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন