DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

নির্ভর (2/3)

  • আহা! তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ,
    যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ,
    যাহা মনুষ্য-সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ।
  • ঈশ্বরে আমি তাঁহার বাক্যের প্রশংসা করিব;
    আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না;
    মাংসপিণ্ড আমার কি করিতে পারে?
  • প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখ, তাহারা ঈশ্বর হইতে কি না; কারণ অনেক ভাক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে।
  • আর যদি জানি যে, আমরা যাহা যাচ্ঞা করি, তিনি তাহা শুনেন তবে ইহাও জানি যে, আমরা তাঁহার কাছে যাহা যাচ্ঞা করিয়াছি সেই সকল পাইয়াছি।
  • মনুষ্যে নির্ভর করণাপেক্ষা
    সদাপ্রভুর শরণ লওয়া উত্তম।
  • সদাপ্রভু আমার বল ও আমার ঢাল;
    আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে,
    তাই আমি সাহায্য পাইয়াছি;
    এই জন্য আমার অন্তঃকরণ উল্লসিত হইয়াছে,
    আমি নিজ গীত দ্বারা তাঁহার প্রশংসা করিব।
  • তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক; ঈশ্বরে বিশ্বাস কর, আমাতেও বিশ্বাস কর।
  • যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে, শান্তিতেই রাখিবে,
    কেননা তোমাতেই তাহার নির্ভরতা।
  • যাহারা তোমার নাম জানে,
    তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে;
    কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই।
  • প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশে আমাদের সাহস লাভ হয়; এবং যাহা কিছু যাচ্ঞা করি, তাহা তাঁহার নিকটে পাই; কেননা আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি, এবং তাঁহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক, তাহা করি?
  • কিন্তু আমরা যাহা দেখিতে না পাই, তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য সহকারে তাহার অপেক্ষায় থাকি।
  • হে ঈশ্বর, আমাকে রক্ষা কর,
    কেননা আমি তোমার শরণ লইয়াছি।
  • এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি, তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি।
  • কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি;
    আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লসিত হইবে।
    আমি সদাপ্রভুর উদ্দেশে গীত গাহিব,
    কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন।
  • যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে,
    তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না;
    যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়,
    তথাপি তখনও আমি সাহস করিব।
  • তিনি তাঁহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া; কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা-দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, ‘এখান হইতে ঐখানে সরিয়া যাও।’
  • সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্তুক,
    কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি।
  • সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরীকৃত হয়,
    তাহার পথে তিনি প্রীত।
  • অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে; সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে।
  • বস্তুতঃ পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে; কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি-নিয়ম টলিবে না; যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন।
  • আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, ‘উপড়িয়া যাও, আর সমুদ্রে গিয়া পড়,’ এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে, যাহা বলে, তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে।
  • কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;
    তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না।
  • আর এখন, হে বৎসেরা, তাঁহাতে থাক, যেন তিনি যখন প্রকাশিত হন, তখন আমরা সাহসযুক্ত হই, তাঁহার আগমনে তাঁহা হইতে লজ্জিত না হই।
  • উপদ্রবকারীর প্রতি ঈর্ষা করিও না,
    আর তাহার কোন পথ মনোনীত করিও না;
    কেননা যে ব্যক্তি খল সে সদাপ্রভুর ঘৃণার পাত্র;
    কিন্তু সরলগণের সহিত তাঁহার ঘনিষ্টতা আছে।
  • আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব,
    এমন বিশ্বাস যদি না করিতাম, তবে আমার কি হইত?

কেননা আমরা খ্রীষ্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয়জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি।
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

দেখ, পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে, আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই; আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাঁহাকে জানে নাই।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

প্রত্যাশায় আনন্দ কর, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাক।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন